আমার সিলেট ট্যুর

সিলেটে অনেকেই গেছেন, অনেক প্ল্যান অনেক পোস্ট আছে,আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এর কিছু অংশ শেয়ার করছি।
বর্ষাকালে গিয়েছিলাম , আমি বলব এটা একই সাথে সৌভাগ্য আর দুঃভাগ্য ছিলো আমাদের… যাই হোক সিলেটের আসল রুপ দেখতে হলে বর্ষাকাল ই বেস্ট
আমরা ৬ জন ছিলাম, আর আমাদের ট্যুর স্পট ছিল
হাম হাম ঝর্ণা , লাউয়াছড়া উদ্যান, রাতারগুল,বিছন কান্দি, আর জাফলং
মোট ৩ দিন ছিলাম , আমাদের থাকার কোন খরচ লাগে নাই, সব ই সিলেট এম,সি কলেজের কিছু বন্ধুর ভালোবাসা
তা ছাড়া যাতায়াত খাবার আর ঘুরাঘুরির পর বাসা থেকে বের হওয়া আর বাসায় ফেরা পর্যন্ত জনপ্রতি খরচ পড়েছে ২০০০ টাকা ,
প্রথম দিন হাম হাম ঝর্ণা , শ্রীমঙ্গল থেকে জীপ ভাড়া করলাম ১৫০০ টাকায়
প্রথমে লাউয়াছড়া উদ্যান , চা বাগানের পাশে দিয়ে প্রথম ওইখানে গেলাম, ভালোই ছিল জায়গা টা ,একটা বানর তার বাচ্চা নিয়ে বসে ছিল গেইটের সামনে,ওদের রুটি খাওাইলাম ,কিছুক্ষন উদ্যানে ঘুরে রওনা দিলাম হাম হাম এ
,প্রায় ৪ ঘন্টার মত ট্রেক করতে হয়েছিল, তখন খুব কষ্ট হয়েছিলো,কিন্তু এখন এটাই সিলেটের বেস্ট এক্সপিরিয়েন্স ,ভাল হয় একটা গাইড নিয়ে গেলে,আমাদের কাছে ২৫০ তে রাজি হয়েছিল পরে আমরা ওনার কষ্টের কথা ভেবে ৩০০ দিয়ে দিসি ।
বৃষ্টির দিন বলে এত টাইম লাগে,যদিও এই দিনে না গেলে ঝর্ণার পানি না ও দেখতে পারেন, ওইদিন রাতে ট্রেনে সিলেট রওনা দেই, পরের দিন রাতারগুল আর বিছন কান্দি।
রাতারগুলের ঘাট ২ টা ,একটায় ভাড়া ১৫০০ আরেকটায় ৬০০ টাকার মত
বিছকান্দি তে আমরা নৌকা পেয়েছিলাম ১০০০ টাকায়
ওই জায়গায় ওইদিন ভারত বাংলাদেশের বাজার বসেছিল
সপ্তাহে ২ ১ দিন বসে মনে হয় ওই বাজার টা,ওনেক চকলেট পাবের ওখানে ^_^
এই ২ জায়গায় যাওয়ার জন্য সি এন জি ভাড়া ছিল ১৫০০ র মত(৫ জন বসা যায়)
পরের দিন জাফলং
জাফলং এ বাস এ গিয়েছিলাম সিলেট শহর থেকে ভাড়া ৪০ করে দিয়েছিলাম
জাফলং এর নৌকার ভাড়া টা ঠিক মনে নাই, ৫০০ টাকা নিয়েছিল মনে হয়
সাথে খাসিয়া পল্লী ও ঘুরে আসতে পারেন, বৃষ্টির মধ্যে খাসিয়ে দের পান বাগানে ঘুরার মজাই আলাদা,আর তার পর যদি হয় ওদের বানানো সিঙ্গারা <3
আর নিজের জিনিস নিজের কাছে রাখবেন যতটা সম্ভব,আমাদের কিছু খারাপ সৃতি থেকে বলছি, তা ছাড়া আমার লাইফের সবচেয়ে ভাল ট্যুরের মধ্যে একটি ছিল সিলেট ট্যুর,
ভুল কিছু লিখে থাকলে দুঃখিত , আর আমার মত ট্যুর লাভার দের জন্য অনেক শুভকামনা , সবাই ভাল থাকবেন ^_^

Post Copied From:Nihal Asif Khan‎>Travelers of Bangladesh (ToB

Share:

Leave a Comment