ইকো পার্ক কলকাতা

আশা করি সকলেই কম বেশি গেছেন। কিছু দিন আগে গিয়েছিলাম। সবথেকে যেটা অসাধারণ লাগল তা হল নতুন তৈরী সপ্তম আশ্চর্য। প্রতিটা মডেল একেবারে নিখুঁত ভাবে তৈরী। পিরামিডের ভিতরে এলে রোমাঞ্চিত হতে হয়। আর চীনের প্রাচীরের উপর উঠে সত্যি মনে হচ্ছিল যেন চীনে এসে গেছি। বাকিগুলো ও সবকটা আসাধারণ বললে কম বলা হবে। এখানে প্রবেশ মূল্য ৬০ টাকা। যত খুশি ছবি তুলুন। এটি দেখতে ৪ নং গেটের কাছে আসতে হবে। ১ নং গেট থেকে ৪ নং গেট প্রায় ৩ কিমি। হাঁটতে না চাইলে টয়টেন বা বেটারী চালিত গাড়ীতে আসা যায়। ভাড়া১৫০ এবং ১০০ টাকা জনপ্রতি।
৩ নং গেটের কাছে টেরাকোটার মন্দির টা এবং তার গায়ের কাজ গুলো দেখে মুগ্ধ হওয়ার মত।
নানান রকমের গাছের বাগান এবং পাখি রয়েছে। সোনালি বাঁশের বাগানটা আমার খুব লাগল।

ঝিলের ধার ধরে হাঁটতে দারুন লাগে। বসার জন্য চেয়ার রয়েছে। জলে ভাসার জন্য বেলুন, বোট ইত্যাদি রয়েছে। মূল্য ১০০ টাকা। সাইকেল ও পাওয়া যায় দুজন বা তিন জন মিলে চালানোর জন্য। যাতে দুইজন বসে চালাতে পারবে।
Eco Park এর প্রবেশ মূল্য ৩০ টাকা। car parking ৫০ এবং ২০ টাকা। ভিতরে খাবারের দাম একটু বেশী। বাইরে থেকেও খাবার নিয়ে আসা যায়।এখন এলে উপরি পাওনা car parking এর পাশেই নব নির্মিত মিষ্টি হাব, হরেক মিষ্টির সমাহার, আমার মত যারা মিষ্টি প্রিয়, তাদের অবশ্যই ভালো লাগবে।

Eco park এর রাতের রূপ টিও অসাধারণ । সারাদিন এখানে কাটালে অসাধারণ লাগবে।
তাহলে আর দেরী কেন ? একদিন এসে ঘুরে যান। শুধু মাথায় রাখবেন সোমবার পূর্ণ দিবস বন্ধ।

Source:  রুদ্র প্রসন্ন সেনআমার বাংলা

Share:

Leave a Comment