একদিনের বাগেরহাট ট্যুর

সুন্দরবনের কোলঘেষে যে জেলা সেটি হলো বাগেরহাট।এখানে দেখারমত অনেক কিছুই আছে। তারপরো সময় কম থাকলে একদিনেই দেখে আসতে পারেন,ষাটগুম্ভুজ মসজিদ,হযরত খানজাহান আলীর মাজার ও চন্দ্রমহল ইকো পার্ক।

কিভাবে যাবেন
ঢাকা থেকে ★
ঢাকার গুলিস্তান থেকে খুব ভোরে খুলনার বাসে উঠবেন পথে বাগেরহাট নেমে যাবেন সেখান থেকে আটো রিক্সা করে চলে যাবেন মাজারে।মাজার জিয়ারত করে ও পুকুর দেখে আবার আটোরিক্সা করে চলে যাবেন ষাটগুম্ভুজ মসজিদে।মসজিদ দেখে চলে যাবেন আটোরিক্সা নিয়ে চন্দ্রমহল ইকোপার্কে।পরে সেখান থেকে ভ্যানে মেইনরোডে এসে চলে আসবেন খুলনা, রাতের বাসে ঢাকা।

খরচাপাতি ★★
ঢাকা টু বাগেরহাট ৩৫০
অটোভাড়া বাগেরহাট থেকে মাজার ১০ টাকা,মাজার থেকে মসজিদ ১০.মসজিদের প্রবেশমূল্য ২০ টাকা।মসজিদ থেকে চন্দ্রমহল ৬০ টাকা, চন্দ্রমহলের প্রবেশমূল্য ৫০ টাকা।চন্দ্রমহল থেকে মেইনরোড ১০ টাকা। সেখান থেকে খুলনা ৪০ টাকা,রাতে একটু খুলনা ঘোরে রাতের বাসে ঢাকা ৪০০ টাকা।
খাবার ★মাজারের সামনে ৫০ টাকা দিয়ে দুপুরবেলা খেতে পারবেন আর রাতে মাওয়াতে খাবেন ১২০ টাকা।
মোট ১২০০ টাকা।
বি.দ্রঃ মাজারে মোবাইল সবধানে ব্যাবহার করবেন।আর খাবার দামাদামি করে নিবেন।

Post Copied From:Bijoy Babu‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment