কম খরচে রাঙ্গামাটি যেভাবে যাবেন

আমরা ট্রুরটাকে দুইদিনে বিভক্ত করছিলাম
প্রথমদিন রিলাক্স ট্রুর এবং দ্বিতীয়দিন ট্রেকিং।
ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে রাতের বাসে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেই।
রাস্তায় কোনপ্রকার যানজট না থাকার কারনে নির্ধারিত সময়ে আগেই আমরা রাঙ্গামাটি পোঁছায়। আমরা যখন রাঙ্গামাটির দোয়েলচত্বরে তখন রাত ৪ টা বাজে। আগে থেকেই বুকিং করা হোটেল ডায়মন্ডের ম্যানেজারকে ফোন দেই অতঃপর হোটেলে ওঠি। যেহেতু এখনো কিছুটা রাত তাই একটু ঘুমিয়ে নেই। সকালে ঘুম থেকে ওঠে নাস্তা সেড়ে কাপ্তাই লেকের বিভিন্ন স্পটে ঘুরার জন্য সারাদিনের জন্য একটা বোর্ট রির্জাব করি। প্রথমে যায় রাজবন বিহার-চাকমারাজার বাড়ি-শুভলং ঝর্ণা ১ -শুভলং ২-( দ্বিতীয় ঝর্ণাতে এখনো পানি আছে কিন্তু প্রথমটাতে নাই তারপর জুম রেস্তোরাঁ -নিবরাজ মন্দির-চাংপাই রেস্টুরেন্ট ( এখানে দুপুরের খাবারটা সেড়ে নেই আমরা)–পেদাং টিং টিং অতঃপর ঝুলন্ত ব্রিজ এভাবেই প্রথমদিনের ট্রুরটা শেষ হয়।
প্রথমদিনের খরচঃ
বাস ভাড়াঃ ৬২০ টাকা (শ্যামলী পরিবহন)
হোটেল ভাড়াঃ ১২০০ টাকা(৩ বেডের রুমে ফুল ফ্যামিলি নিয়ে ছিলাম।
সারাদিনের জন্য নৌকাভাড়াঃ ২০০০ টাকা
দ্বিতীয়দিনঃ—
খুব সকালে ঘুম থেকে ওঠে নাস্তা সেড়ে একটা সিএনজি নিয়ে চলে যায় সাপছড়িতে। এখান থেকে ফুরামনের চূড়া স্পষ্ট দেখা যায়। তারপর শুরু হয় ট্রেকিং। ২ ঘন্টা ট্রেকিং করে আমরা চলে যায় আর্মিদের হ্যালিপেডে তারপর সেখান থেকে বোদ্ধদের তীর্থস্থানে। অতঃপর একি রোডে সাপছড়ি চলে আসি। ট্রেকিং আমার কাছে নতুন নয়, বাংলাদেশের মুটামুটি প্রায় অধিকাংশ ছোট-বড় পাহাড়ে ট্রেকিংয়ের অভিজ্ঞতা ছিল। কিন্তু এই ট্রেকিং এর সবচেয়ে বড় বিশেষ্য হল আমার ভাগ্নে যার বয়স মাত্র ৬ তে পা দিয়েছে তাকে নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের একটিতে ট্রেকিং। আলহামদুলিল্লাহ কোন সমস্যা ছাড়ায় ট্রুরটা সমাপ্ত হয়েছিল তারপর একি রোডে সাপছড়ি থেকে সিএনজিতে আমার রাঙ্গামাটি চলে আসি। এসে দুপুরের লাঞ্চ করি এবং রাতের বাসে ঢাকায় ব্যাক করি।
দ্বিতীয়দিনের খরচঃ
সাপছড়ি পর্যন্ত সিএনজি যাওয়া আসা ২৫০+২৫০=৫০০ টাকা
বাস ভাড়াঃ ৬২০ টাকা
খাবারের ব্যাপারটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে আপনি কিরকম খাবেন ইত্যাদি।
আমদের সম্পূর্ণ ট্রুরে জনপ্রতি ২৫০০ করে খরচ পড়ছিল ।
কাপ্তাইয়ে সৌন্দর্য্যের ব্যাপার নতুন করে বলার কিছু নেই একে বিশ্বের যেকোনো সুন্দরতম জায়গার সাথে তুলনা করে চলে।

Share:

Leave a Comment