কলাগাছি সুন্দরবন

অপরূপ সন্দরযের লিলা ভুমির নাম কলাগাছি। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেজ্ঞের বুড়িগোয়ালীনি স্টেশ্নের অধিনে এই ইকোটুরিজম কেন্দ্রটি অবস্থিত। সুন্দরবনের ভিতর দিয়ে যাওয়ার সময় দুই ধারের সারি সারি বন আপনাকে করবে মুগ্ধ। কলাগাছিয়া ইকোটুরিজম কেন্দ্রের ঘাটে ট্রলার ভিরতেই এখানে পযাটকদের অভ্যাথনা জানায় দুষ্টু বানরের দল। ভিতরে ঢুকলেই খাওয়ার জন্য আপনার পাশে ভিরবে বানর এবং হরিণ এর দল। এরা আপনার হাত থেকে খাওয়ার খাবে নির্ভয়ে। এই জন্য সাথে বাদাম এবং মুড়ি নিয়ে নিতে পারেন। খাওয়ানোর সময় সাথে অবস্যয় লাঠি রাখবেন না হলে বানরা আক্রন করতে পারে । বন ঘুরে দেখের জন্য ইকোটুরিজমের ভিতরে কাঠ দিয়ে ব্রিজ তৈরি করা আছে। বনের মধ্যে ওয়াকওয়ে দিয়ে হেটে গেলে দেখতে পাবেন চার তলা সমান উচু পযবেক্ষেন টাওয়ার। টাওয়ারের চূঁড়া থেকে পুরো সুন্দরবনের অনেকটা অংশ দেখার আনন্দ আপনাকে মুগ্ধ করবে।
কিভাবে যাবেন
সুন্দরবনের কলাগাছিয়া ইকোট্যুরিজম (পর্যটন) কেন্দ্রে যেতে হলে প্রথমেই আসতে হবে সাতক্ষীরার শ্যামনগর। ঢাকার কল্যাণপুর এবং গাবতলি থেকে সরাসরি সাতক্ষীরার শ্যামনগরের চেয়ার কোচ ভাড়া ৫৫০ টাকা আর AC তে ১২০০/১৪০০ এক জন। ভালো হয় ভোরে বাসে উঠা, রাতে শ্যামনগর এর কোন এক হোটেলে রাত থেকে পরের দিন সকালে লোকাল বাসে উঠে মুন্সীগঞ্জ বাজারে যাওয়া ভাড়া ১৫/২০ টাকা। এছাড়া বর্ষা ট্যুরিজম এবং আকাশলীনা রিসট এ থাকেতে পারবেন এটি মুন্সীগঞ্জ বাজারের পাশেয় অবস্থিত। এপর ট্রলার ঠিক করতে হবে ভাড়া ২৮০০/৩০০০ টাকা সাথে বনে যাওয়ার পাস ৫০ টাকা। আলি হোসেন মাঝি ০১৯২৩-৩৮০১৫২ ইনার ট্রলারে আমরা গিয়েছিলাম। এছারা শ্যামনগর উপজেলার সদর থেকে সড়ক পথে বুড়িগোয়ালীনির নীলডুমুর খেয়া ঘাটে আসতে পারেন, নীলডুমুর খেয়া ঘাট থেকে ট্রলারে সময় লাগে মাত্র আধ ঘণ্টা ভাড়া ৮০০/১৫০০।

Post Copied From: Salahauddin Ahmed > ‎Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment