কুয়াকাটা ট্যুর প্লান !
কুয়াকাটা ট্যুর প্লান ( দুই দিনের , তিন রাতের জন্য)
কক্সবাজার সি বিচ দেখতে দেখতে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন তাদের জন্য এই সেনসেশনাল ডেস্টিনেশন। যারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সূর্যোদয় আর সূর্যাস্ত নিজ চোখে দেখতে চান তাদের জন্য এই ট্যুর।যারা শুটকি কিভাবে প্রসেসিং করে দেখতে চান তারা দেখতে পাবেন কুয়াকাটায় গেলে, শুটকি পল্লী নামে আলাদা একটা পল্লী আছে এইখানে।বেশি আর্টিফিসিয়াল হয়ে যাওয়ার আগেই যারা সি বিচ দেখতে চান তারাও যেতে পারেন এইখানে।কুয়াকাটায় গিয়ে এই ফিলিংস টা পেয়েছি।
তাই যারা সারা সপ্তাহের ক্লান্তি কাটাতে উইকেন্ডের দুই দিন ইট পাথরের শহর থেকে পরিবার পরিজন নিয়ে কাটা চান তাদের জন্য এই ট্যুর প্লান টা করেছি। আপনার এই ট্যুর প্লান থেকে কোন ভাবে উপকৃত হলে অনেক কষ্ট করে লিখা স্বার্থক হবে।
কিভাবে যাবেনঃ
বেশ কয়েক ভাবে যাওয়া যায়। প্রথমেই শেয়ার করেছি আমি কিভাবে গিয়েছি। সদর ঘাট থেকে প্রতিদিন ৮-৯ টার মধ্যে বেশ কিছু লঞ্চ বরিশাল এর উদ্দেশ্যে ছেড়ে দেয়। সেই লঞ্চ এ করে প্রথমে বরিশাল লঞ্চ ঘাট যেতে হবে। তারপর একটা অটো নিয়ে রুপতলী বাস স্টেশন এ যেতে হবে। সেখান থেকে কুয়াকাটার উদ্দেশ্য বেশ কিছু লোকাল বাস ছেড়ে দেয়। যে কোণ একটায় উঠে পড়েন। সেই বাস ই আপনাকে নামিয়ে দিবে কুয়াকাটা জিরো পয়েন্ট বিচ এ।
এছাড়া লঞ্চে করে পটূয়াখালী তে যেতে পারেন, সেখান থেকে বরিশালের তুলনায় আরো কম সময়ে চলে যেতে পারবেন কুয়াকাটা বিচে।
এছাড়া সায়েদাবাদ থেকে কুয়াকাটার উদ্দেশ্য বেশ কিছু বাস ছেড়ে দেয়, সেই বাসে সরাসরি যেতে পারেন কুয়াকাটা। এক্ষেত্রে দুই টা ফেরি ঘাট পার হতে হবে।
বিস্তারিত ট্যুর প্লানঃ
এই প্লান আমার নিজের ট্যুর প্লান এবং প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে করেছি, চেষ্টা করেছি দুই দিনে সময়ের বেষ্ট ব্যবহার হয়, আপনার নিজেদের মত কাষ্টোমাইজ করে নিতে পারেন।
জ্বি , ঠিকই শুনেছেন লেবুর চর। মোটামুটি দুই ঘন্টা হাতে নিয়ে যান অর্থাত সূযাস্ত যাওয়ার দুই ঘণ্টা আগে শুরু করুন।চাইলে মোটরেও যেতে পারেন, বিচ ঘেষে নিয়ে যাবে। অথবা চাইলে ইঞ্জিন চালিত ভ্যানেও করে যেতে পারেন। কিছু দুর রাস্তা খারাপ থাকলেও সময় টা ভাল লাগবে। মোটরে করে চলে যান লেবুর চরের শেষ মাথায়। সেখান থেকে আন্ধার মানিকের তিন নদীর মোহনা দেখে আবার চলে আসেন লেবুর চরে। সেখানকার শ্বাসমূলয়ী গাছগুলার সজ্জা আসলেই সুন্দর।কিছু সময় হেটে কাটিয়ে দিন। একমাট্র লেবুর চরেই দেখেছি বেশ কিছু দোকান তাজা মাছ নিয়ে ফ্রাই করে দেওয়ার জন্য থাকে। দেখে শুনে পছন্দ করা মাছ অল্প সময়ের মধ্যে তারা ফ্রাই করে দিবে। কিছু তাজা মাছ খেয়ে অপেক্ষা করুন সূর্যাস্ত দেখার জন্য। অপরুপ সূর্যাস্ত দেখে চলে আসুন আবার আপনার হোটেলে। সন্ধ্যা থেকে রাত কাটিয়ে দিন মেইন বিচে।তারপর ডিনার করে হোটেলে ফেরত।
ওহ! আসল কথাই বলা হয়নি।সূর্যাস্ত ত দেখা হল, কিন্তু সূর্যোদয়। তার ত একটা ব্যবস্থা করতে হবে।সে জন্য আজকে রাতেই একটা মোটর কে রিজার্ভ করে রাখবেন। তাকে বলে রাখবেন, পরের দিন সকালে গঙ্গামতীর চরে যাবেন সূর্যোদয় দেখতে। সবকিছু ফিক্স করে একটা তাড়াতাড়ি চলে যান ঘুমের রাজ্যে।
দ্বিতীয় দিনঃ
যদি ৬ টায় সূর্য উঠে তবে ঘুম থেকে উঠে পড়ূন ৪ঃ৩০ এ। এর মধ্যে ফ্রেশ হয়ে প্রস্তুতি নিয়ে নিন।দেখবেন ৫ টার মধ্যেই আগে থেকে রিজার্ভ করে রাখা মোটর চালক আপনাকে কল দিবে । সে অলরেডী আপনার হোটেলের নিচে এসে অপেক্ষা করছে।সো চলে যান নিচে। এইবার মোটরে করে গঙ্গামতীর চরের উদ্দেশ্যে ক রে বিচের পার ধরে রাতের বেলায় মোটর করে যাত্রা শুরু করে দিন। খুব ভাল লাগবে, কথা দিচ্ছি ভাই। গিয়ে দেখবেন আপনার মত শত শত লোক চলে এসেছে গঙ্গামতীর চরে। অপেক্ষা করুন সেই পরম স ময়ের জন্য। সেখানে সূর্যোদয় দেখা হয়ে গেলে সেই মোটর কে বলে ঘুরে আসতে পারেন আরো কিছু জায়গা। যেমন কাউয়ার চর, রাখাইন পল্লী, লাল কাকড়ার চর, কুয়াকাটার কুয়া, মিষ্টি পানির কুয়া। বৌদ্ব মন্দির। ঘুরে তাড়াতাড়ি চলে আসেন মেইনবিচে। এইবার চলে এসেছে রিভার ক্রজিং এর পালা। যেতে হবে ফাতরার বন, শুটকি পল্লী। এরজন্য টিকিট কাটতে হবে মেইন বিচের আগের রোডে একটা ট্যুরিষ্ট স্পট থেকে।মোটামুটি ৪ ঘন্টার ব্যাপার। যে ট্রলার এ যাবেন তার ইঞ্জিন থেকে কিছু দূরে বসলে খুব চমতকার সময় কাটবে। শুটকি পল্লী, ফাতরার বন ,আরেক টা লাল কাকড়ার চর ঘুরিয়ে নিয়ে আসবে এই ট্রলার।
এই ক্রুজিং শেষ করে ফেরত আসবেন মেইন বিচে। হোটেল থেকে চেক আউট হয়ে যান। এরপর ফেরার পালা।
আপনার প্লান অনুযায়ী ফেরত আসুন। আমি রাত ৯ঃ৩০ এ বরিশাল থেকে সুরভী ৯ এ করে ফেরত এসেছিলাম। তাই দুপুর ২ঃ১৫ এ কুয়াকাটা থেকে বরিশাল এর গাড়ী তে উঠেছিলাম। বরিশাল এ এসে যে সময় হাত ছিল শশী মিষ্টান্ন এর মজার ছানা , রসগোল্লা, আর হক সুইটস এর মালাইকারী খেয়ে কাটিয়েছিলাম। তারপর লঞ্ছে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
কেমন খরচ হতে পারেঃ
খরচ আসলে ফিক্স কিছু না, রাফ আইডিয়া দেওয়া যায়, যেমন বরিশাল এর লঞ্ছে গেলে ২৫০ টাকা ডেক ভাড়া আবার ১০০০-৫০০০ টাকার কেবিন ও আছে। বরিশাল থেকে কুয়াকাটার বাস ভাড়া ২৫০ টাকা।হোটেল এর ভাড়া ৫০০ থেকে ১৫০০। আবার ফাইভ স্টার নামের হোটেলে গেলে নাকি ১০০০০ ও হতে পারে।
মোটর বাইক বা ভ্যানে লেবুর চর- ২০০-৪০০ টাকা।
মোটর বাইক এ করে গঙ্গামতীর চর ( সব গুলা স্প ট সহ)- ৫৩০ টাকা।
ট্রলার এ করে ফাত রার বনের উদ্দেশ্যে ক্রুজিং- ২৮০ টাকা পার পার্সন।
খাওয়া দাওয়া ১০০-১৫০ টাকা পার পার্সন পার বেলা।
কিছু বিশেষ বিষয়ঃ
১। ট্যুরিষ্ট পুলিশ কে বেশ অ্যাক্টিভ দেখেছি কুয়াকাটায় ( ২০১৬ )। যে কোন সমস্যায় তাদের দ্বারস্থ হন।
২। মোটর, হোটেল ভাড়া করার সময় দাম দর ভাল ভাবে করবেন।
৩। আমার কাছে মনে হয়েছে যদি আসার সময় বরিশাল লঞ্চ ঘাট না হয়ে বাসে করে আসতাম তাহলে মে বি আরো বেশি ভাল হত। কারন ঢাকার বাস গুলা ৬ টা , সাড়ে ৬ টায় ছাড়ে। আর বরিশাল হয়ে আসার কারনে আমাকে ২ টা বাজেই রওনা দিতে হচ্ছে। তেমনি যদি যাওয়ার সময় বরিশাল এর লঞ্চ ঘাট না হয়ে প টূয়াখালী লঞ্চ ঘাট হয়ে যেতাম তাহলে ২ ঘণ্টা আগেই কুয়াকাটায় পৌছাতাম। তাই সবাই কে অনুরোধ প্লান করার সময় বিষয় গুলা মাথায় রাখবেন।
Content Copied From: Travelers of Bangladesh (ToB)