কুয়াকাটা সমুদ্রসৈকত

অল্প টাকায় অনেক বেশি আনন্দদায়ক ট্যুর।।।
২জন গেলে পার পারসন ৩৫০০ টাকা যথেষ্ট ৩ দিন ২রাতের জন্য। কুয়াকাটায় ১৬/১৮ টা স্পট আছে যা আপনি ঘুরে দেখতে পারবেন এবং স্পট গুলো বাইকে ঘুরতে পারবেন। আমার কাছে কুয়াকাটার সব থেকে সুন্দর জায়গা মনে হয় লেবুবনকে।আপনি লেবুবন এ দুপুরের খাবার খেতে পারবেন বা সূর্যাআস্তর সময় যেকোন মাছ বা কাকড়া ফ্রাই খেতে খেতে সূর্যাআস্তর উপভোগ করতে পারবেন অনেক বেশি এঞ্জয় করবেন। কুয়াকাটা বীচ থেকে লেবুবন যেতে ২০০ টাকা বাইক ভাড়া লাগে ১বাইকে ড্রাইভার সহ আর ২জন যেতে পারবেন। আর অনেক বড় মন্দির সূর্য উদয় গমতিখেয়া ঘাট, কাউয়ার চর আর ও আনেক গুলা স্পট দেখতে পারবেন ৩৫০ টাকা নিবে বইক ভাড়া ২জন এর। কুয়াকাটা থেকে সুন্দরবন এর ১টা অংশ দেখা যায় নাম ফাতরারবন বোটে জেতে হয় পার পারসন ৪০০ টাকা নিবে ৪ টা স্পট ঘোরাবে।
ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার সব থেকে ভালো বাস সাকুরা পরিবহন ভাড়া ঢাকা টু কুয়াকাটা ৬৫০ টাকা

Post Copied From:anzim Hasan Khan‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment