খৈয়াছড়া জল প্রপাত

#আবস্থান
চট্টগ্রাম,মীরসরাই

#যা দেখবেন
৯ টি জল প্রপাত রয়েছে
ধাপে ধাপে উঠলে সব কয়টি জল প্রপাত দেখতে পাবেন
জল প্রপাত গুলো সত্যি
অসাধারণ

#যেভাবে যাবেন
ঢাকা থেকে চট্টগ্রাম গামী সকালের যে কোন একটি ট্রেনে উঠে পড়ুন আর ফেনী নেমে জান
সোজা(cng করে) চলে যান মহীপাল ভাড়া নিবে ১৫-২০ টা জন প্রতি
সেখান থেকে চট্টগ্রাম গামী কোন একটি লোকাল বাস এ উঠে পড়ুন আর কন্ট্রাক্টটর কে বলবেন খৈয়াচড়া যাব
ভাড়া একটু দামাদামি করে নিবে খুব বেশি হলে ৪০ টাকা নিবে ( জন প্রতি)
খৈয়াছড়া নেমে সেখান থেকে মূল পয়েন্ট এ যেতে
cng নিতে হবে (১-৫) যত জনই জান না কেন ভাড়া নিবে ১০০ টাকা
ঝিরিপথের কাছে আপনাকে নামিয়ে দেওয়া হবে
সেখান এ খাবার হোটেল এ খেতে হলে আগে অর্ডার করে যেতে হয় তাই অবশ্যই ঝিরিপথ এ যাবার আগে খাবার এর অর্ডার করে যাবেন
এবং যাওয়ার সময় প্রয়জনীয় কিছু ব্যাতিত কিছুই সাথে নিবেন না তা হলে কষ্টটা আপনারই বেশি হবে

যেই হোটেল এ খারার অর্ডার করবেন সেখানেই ব্যাগ এবং বাড়তি জিনিসপত্র নিশ্চিন্তে রেখে যেতে পারেন

জল প্রপাত এ যাওয়ার জন্য ৮-১০ মিনিট হাটতে হবে তারপই একের পর এক পাহাড় এ চড়া।
ধাপে ধাপে ৯ টি জল প্রপাত দেখতে পাবেন
জল প্রপাত থেকে ফিরে নিজেদের অর্ডার করা খাবার খেয়ে
ফিরার জন্য তৈরি হয়ে যান

#যেভাবে ফিরবেন
যেভাবে গিয়েছিলেন ঠিক সেভাবেই
ফেণী রেলস্টেশন এ চলে আসুন
ট্রেন এর সুবিধা মত সময় জানতে
www.bdrailway.gov.bd
ওয়েব সাইট থেকে সার্চ করে জেনে নিতে পারেন

যাওয়ার সময় অবশ্যই এংলেট ভাড়া করে নিয়ে নিবেন এতে করে আপনার আনেক সুবিধা হবে পাথুরে রাস্তায় ভালো সাপোর্ট পাবেন
আর লাঠি নেওয়া টা আমার কাছে খুব বেশি দরকার বলে মনে হয় নি

খুব হালকা পোশাক পরার চেষ্টা করবেন

#সতর্কতা
১.মোবাইল এবং মানিব্যাগ সব সময় নিজের সাথে রখবেন
২.যাওয়ার সময় পানি নিয়ে যাবেন ১ লিটার এর মত
হালকা খাবার নিয়ে যাবেন(সম্ভব হলে গ্লুকোজ নিয়ে যাবেন)
৩.মন বল না রাখলে সব গুলো জল প্রপাত দেখতে পাবেন না। তাই মনবল রাখবেন।
৪.খুব বেশি সাহস দেখাবেন না তা হলে বড় বিপদ হয়ে যেতে পারে।
৫.কয়েক টা ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে যাবেন।
৬.সবাই এক সাথে থাকার চেষ্টা করবেন
৭.ময়লা গুলো না ফেলে পকেট এ রেখে দিন
ঝিরিপথ এর বাহিরে আসলে সঠিক জায়গায় ফেলুন
৮.অবশই এংলেট ভাড়া করে নিয়ে নিবেন এতে আপনার ই সুবিধা
৯.পাহাড়ে চড়ার মন মানুসিকতা নিয়ে যাবেন
১০.স্থানীয়দের সাথে ভালো ব্যাবহার করবেন

( কোন ট্যুর সম্পর্কে এটা আমার প্রথম লিখা যাই
দয়া করে কোন ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর কিছু জানার থাকলে কমেন্ট এ জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব)

Post Copied from:Farhan Shuvo‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment