ঘুরে আসতে পারেন রাঙামাটির আসামবস্তি ব্রিজ, মোরগোনা টেম্পল
Rangamati শহর থেকে আসামবস্তি ব্রিজ ১০০ টাকা Cng Auto rickshaw ভাড়া। ব্রিজের দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখার মত, কিছু সময় সেখানে কাটাতে পারেন। ব্রিজ থেকে ৩০০-৪০০ টাকা করে একটা Auto নিয়ে চলে যাবেন Lake Shore Cafe তে। যাওয়ার রাস্তাটা অসাধারণ, আপনার ইচ্ছা করবে অনেক জায়গায় গাড়ি থামাতে, তবে একটা জায়গা অনন্য অসাধারণ যেটাকে অনেকে ছবি দেখে বিদেশের কোন জায়গা ভেবে ভুল করে থাকে। সেটা হল মোরগোনা গ্রামের টেম্পল, নিরিবিলি স্থানটিতে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য্য। গাড়িতে আর ৫ মিনিট গেলেই চলে যাবেন Cafe তে। এখানে রয়েছে লেকের পাশে কয়েকটি মাচাং, পরিবেশটা এত নিরিবিলি আর এত সুন্দর আপনার ইচ্ছা করবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। বসে থেকে বিরক্ত চলে আসলে করে আসতে পারেন কায়াকিং যা আপনাকে দেবে এক অসাধারণ অনুভূতি। দুপুরে সেখানে Lunch করে ফেলতে পারেন। একটু দাম বেশি হলেও পরিবেশ অনুযায়ী তা Reasonable মনে হবে। আসার সময় Cafe এর লোকজন আপনাকে auto ঠিক করে দিবে (তাদের কথা অনুযায়ী)। কাপ্তাই দিয়েও যাওয়া যায়, Rangunia লিচু বাগান থেকে ৩০০-৪০০ টাকা Cng auto ভাড়া। যারা রাঙামাটি এবং কাপ্তাই ঘুরতে যাবেন এক রাত থেকে সকালে ঘুরে আসতে পারেন। At last i can say that I have been amazed at the beauty of this territory as a traveller and I am in search of this type of places in our country.
Post Copied From:Mokter Hossain>Travelers of Bangladesh (ToB)