ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সুনামগঞ্জ জেলায়
দর্শনীয় স্থান :
১. শিমুল বাগান, তাহিরপুর।
২. নীলাদ্রি লেক, তাহিরপুর।
৩. লাকমাছরা, তাহিরপুর।
৪. বারেক টিলা, তাহিরপুর।
৫. যাদুকাটা নদী, তাহিরপুর।
৬. টাঙ্গুয়ার হাওর , তাহিরপুর।
৭. শনির হাওর, তাহিরপুর।
৮. শাহ আরফিনের মাজার, লাউরেঘর, তাহিরপুর।
৯. বাগলী, তাহিরপুর।
১০. বাশতলা, দোয়ারাবাজার।
১১. ডলুরা নদী, দোয়ারাবাজার।
১২. চলতি নদী, নারায়নতলা।
১৩. হাসন রাজা মিউজিয়াম, সুনামগঞ্জ।
১৪. শাহ আব্দুল করিমের বাড়ি, দিরাই।
১৫. ভাটিপারা জমিদার মসজিদ, দিরাই।
১৬. সুরমা সিমেন্ট কোম্পানি, ছাতক।
এছাড়াও অনেক উল্লেখযোগ্য স্থান রয়েছে।
ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অপরুপ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা হচ্ছে সুনামগঞ্জ।
জেলাটির প্রাণ কেন্দ্র রয়েছে মরমী কবি সাধক হাসন রাজার মিউজিয়াম, শহীদ আব্দুল জহুর ব্রিজ।
সবচেয়ে উল্লেখযোগ্য স্থানগুলো তাহিরপুর উপজেলার অবস্থিত। শিমুল বাগান, নীলাদ্রি লেক, লাকমাছরা,বারেকটিলা, যাদুকাটা নদী,ওয়াল্ড হেরিটেইজ রামসার সাইট গাছ মাছ ও অতিথি পাখিদের অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, বাগলী, শাহ আরফিনের (র) এর মাজারসহ আর অনেক জায়গা।
উপজেলায় রয়েছে : বাশতলা,ডলুরা নদী, চলতি নদী, টেংরাটিলা গ্যাস ফিল্ড।
দিরাই থানায় শাহ আব্দুল করিমের বাড়ি, ভাটিপাড়া জমিদার মসজিদ, রয়েছে দেশের প্রথম সিমেন্ট কোম্পানি।
জেলা সদর সুনামগঞ্জ থেকে সরাসরি বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, লেগুনা করে তাহিরপুর উপজেলা সদর কিংবা লাউড়েরগড় ও বিন্নাকুলি পৌছে কিংবা ষ্পিডবোর্ড ও ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া নিয়ে ইচ্ছে মত ঘুরাফেরা করা যায় জেলার দর্শনীয় স্থান গুলোতে।
ঢাকা সহ সারা দেশের যে কোন স্থান থেকে সুনামগঞ্জগামী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার কিংবা ব্যক্তিগত গাড়ী নিয়ে প্রথমে সুনামগঞ্জ আসতে হবে।
এরপর সুনামগঞ্জ থেকে বাস,মাইক্রোবাস,প্রাইভেটকার, ব্যক্তিগত গাড়ী, সিএনজি কিংবা ল লেগুনা করে সরাসরি তাহিরপুর উপজেলা সদর অথবা লাউড়েরগড় বাজার, বিন্নাকুলি বাজার, মিয়ারচর খেয়াঘাট পাড়ি দিয়ে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট এসে #মোটরসাইকেল, ষ্পিটবোর্ড, ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ইচ্ছে মত দর্শনীয় স্থান গুলোতে যাতায়াত করা যাবে।
কোন পর্যটক কিংবা দর্শনার্থী রাতে থাকতে চাইলে শহরে অনেক ভালো মানের হোটেল আছে, যেখানে পর্যটকা থাকতে পারেন। এছাড়াও তাহিরপুর উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলা, উপজেলা পরিষদের রেষ্ট হাউস, টাঙ্গুয়ার হাওরে হাওর বিলাস রেষ্ট হাউস, বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের তারেক আবাসিক হোটেল, মক্কা টাওয়ারের হোটেল আল-মদিনা, বড়ছড়া শুল্ক ষ্টেশনের জয়বাংলা বাজারে হোটেল খন্দকার, টেকেরঘাটের অতিথি ভবনে থাকতে পারবেন।
Source: Abdur Rahman Abir