চট্টগ্রাম টু সেইন্ট মার্টিন
প্রকৃতি কেমন সুন্দর তা দেখার জন্য অবশই সেন্ট মার্টিন যাওয়া দরকার।
আর ইলেক্ট্রিসিটি না থাকলে কীভাবে সারভাইভ করতে হয় তা এখানে এসে জানা যায় কারণ এখানে শুধুমাত্র সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টা পর্যন্ত ইলেক্ট্রিসিটি থাকে অনেক সময় ১১ টায়ও নিয়ে যায় 😁
তাই সন্ধ্যা হলে চার্জার নিয়ে দৌড়াদৌড়ি লেগে যায় ঐ এলাকায়।
সো যারা যাবেন তারা পাওয়ার ব্যাংক বেশি করে নিবেন মোবাইলের ১% চার্জ কি দামি তা এখানে না এসে জানবেন না।
খাবারের মান খুব নীচু (অপরিষ্কার) কারণ ঐখানে তেমন ডেভেলপ হয় নাই 😖
এখানে চট্টগ্রামের মানুষ হলে আলাদা পার্ট নেওয়া যায় অন্য বিভাগের হলে ওরা বেশি দাম চায় 😂
আমরা ঐ ইউনিয়নের মেম্বারের রিজোর্টে ওঠছিলাম সো পার্টেও ছিলাম সবাই ভাবছে আমরা ওনার রিলেটিভ 😂😂
২,০০০-২,৫০০ টাকার ভিতর দুই-তিন দিন স্টেই করা যায় যদি আপনি যদি চট্টগ্রামের হয়ে থাকেন।
আপনাকে চট্টগ্রামের ভাষা বলে ওদের সাথে বারগেইন করতে হবে আর একটা রেস্তরা না দেখে কয়েকটাতে গিয়ে দেখা ভাল।
আমাদের একটাই ডাইলগ ছিল ‘মামু ব্যবসা গরিবে যে বৈইংগার লই আঁরার লই ব্যাবসা ন গইজ্জু’
গ্রুপিং করে ৮-১০ জনের ট্যুরে সবকিছু সস্তায় পাওয়া যায়।
সেন্ট মার্টিনের শিপ জার্নি অসাধারণ যদি না গ্রীন লাইনের শীপ নেন কারণ গ্রীন লাইনে সিগাল নিয়ে মজা আর পুরা শীপ ঘুরে বেড়ানোর মজাটা পাওয়া যায় না, আর অবশ্যই ছেড়া দ্বীপ আর দারুচিনি দ্বীপে যেতে হবে যদি সেন্ট মার্টিনের আসল মজা পেতে চান, যদি আমাদের ভাল সিকিউরিটি থাকত বলিউডের অনেক মুভির শুটিং হয়ত ছেড়া দ্বীপে হত 👌
আর হুমায়ুন আহমেদের বাড়ি ‘সমুদ্র বিলাশ’ ভ্রমণ করতে ভুলবেন না।
আমাদের ট্যূর ছিল দুই রাত একদিনের সেন্ট মার্টিন আর কক্সবাজার আমাদের খরচ পড়ছে মাত্র ২,৭০০টাকা।
সেন্ট মার্টিনে গিয়ে হোটেল বুক করা ভাল ঐখানে গিয়ে বারগেইন করে ৭০০-৮০০ তে নিয়ে আসা যায় নাহয় ১৫০০ টাকা দিয়ে বুক করা লাগবে।
বি-দ্র: এই পোস্টটা করার প্রধান উদ্দেশ্য হল অনেকে মনে করে সেন্ট মার্টিন যাওয়া অনেক কস্টের ইভেন আমাকেও অনেকজন বলছিল ভালভাবে টাকা নেওয়ার জন্য কিন্তু ঐখানে গিয়ে দেখি কাহিনী উল্টা 😂
সো তারা এই পোস্ট পড়ে আশা করি উপকৃত হবেন।
post Copied From:Lightless Zia>Travelers of Bangladesh (ToB)