চন্দ্রনাথ পাহাড়

সীতাকুণ্ড বন্দর নগরি চট্টগ্রাম এর অন্যতম প্রসিদ্ধ স্থান। শুধুমাত্র চট্টগ্রামেরই নয় বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পরিবেশের লীলাভুমি সীতাকুণ্ড। আর এই সীতাকুন্ডের বিভিন্ন আকর্ষনের মধ্যে অন্যতম হলো চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। এই চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ ফুট। সিড়ির সংখ্যা প্রায় ,২২০০+টি।। রাস্তা এতই চড়াই যে ৫ মিনিট উঠার পর আপনাকে বিশ্রাম করতে হবে ১৫ মিনিট। এই পাহাড়ে উঠার জন্যে বেশ প্রস্তুতি নিয়েই উঠতে হয়। টা না হলে হয়ত আপনার উপরে উঠা আর সম্ভব হয়ে উঠবে না। রোদ যত চড়বে আপনারও তত বেশি কষ্ট হবে। লাঠি,পানি,হালকা খাবার ইত্যাদি নিয়ে উঠাই ভালো। তবে যেহেতু পাহাড়ে উঠতে হবে তাই নিজের সাথে যত কম জিনিসপত্র নেওয়া যায় ততই ভালো। তাছাড়াও পথেই আপনি ছোট ছোট দোকান পাবেন। বিশ্রাম করার জায়গাও পাবেন। একবার ঊঠা শুরু করার পর আর পিছনে ফিরে তাকাতে হবে না। পাহাড়ের মায়াবি রূপ আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। তখন আপনার মনে হবে আহা। এখান থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আরেকটু উপরে গেলে দৃশ্য টা আরো কত সুন্দর হবে? ২০ মিনিট হাটুন আর ১০ মিনিট বিশ্রাম নিন। আর অবশ্যই প্রকৃতির অসম্ভব রূপের শূধা পান করুন। এভাবে আপনি আপনার গন্তব্যে অর্থাৎ পাহাড়ের চূড়ায় পৌছে যাবেন। পাহাড়ের চূড়া থকে যে দৃশ্য দেখা যায় তার রূপ ভাষায় প্রকাশ করতে একটু কষ্ট হওয়ারই কথা। তবে এটুকু বলে দিতে পারি যে এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে শহর,শহর পেড়িয়ে সমুদ্র এবং সমুদ্র পেড়িয়ে সন্দ্বীপ পর্যন্ত দেখা যায়। সময় নিয়ে ঘুরে আসুন

post Copied From:Robin Khan>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment