চাঁপাইনবাবগঞ্জ সহ ৫ জেলা ভ্রমণ

ঢাকা কমলাপুর থেকে রাত ১১টায় পদ্মা এক্সপ্রেসে করে আমরা ৩ জন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেই..একজন ব্রাক্ষ্মবাড়িয়া থেকে আর একজন নড়াইল থেকে যোগ দেয় আর আমি ঢাকা থেকেই…যাই হোক ঈদের পরেরদিন রাতে গিয়ে ট্রেনের সিটবিহীন টিকিট কাটলাম ৩৪৫ টাকা দিয়ে প্রত্যেকে..ট্রেনের গেইটের সামনে আড্ডা দিতে দিতে সকাল ৫:৩০ এ রাজশাহী পৌঁছালাম..আর ট্রেনেই এক ভাইয়ের সাথে পরিচয় হলো উনার বাড়িও চাঁপাইনবাবগঞ্জ.. রাজশাহী নেমে আমরা ঐ ভাইয়ের সাথেই চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার টিকিট কাটলাম…টিকিটের টাকা ঐ ভাই দিল..বললো এত দূর থেকে ঘুরতে আসছেন আর এইটুকু করতে পারবো না..বাসে উঠে চলে গেলাম চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়ে…সেখানে গিয়ে চা খেলাম তারপর ঐ ভাই আমাদের শিবগঞ্জ যাওয়ার একটা সিএনজি ভাড়া করে দিল…ঐ ভাইকে বিদায় করে চলে গেলাম শিবগঞ্জ..শিবগঞ্জ গিয়ে নাস্তা সেরে নিলাম তারপর আদি চমচম খেলাম…তারপর শিবগঞ্জ থেকে অটোতে করে চলে গেলাম কানসাট বাজারে..সেখানে গিয়ে কানসাট বড় আমের বাজার ঘুরলাম তারপর ভ্যানে করে চলে গেলাম কানসাট জমিদারবাড়ি.. বাড়িটি দূর থেকেই দেখতে হলো কারণ বাড়িটি ঝুঁকিপূর্ণ ছিল তাই…তারপর সেখান থেকে একটা অটো ভ্যান ভাড়া করলাম রিজার্ভ উনি আমাদের ছোট সোনা মসজিদ নিয়ে গেল…খুব সুন্দর মসজিদের কারুকার্য.. সেখান থেকে নিয়ে গেল তাহখানা আর পাশেই ছিল তিনগম্বুজ মসজিদ..এইসব কিছু ঘুরে চলে গেলাম সোনা মসজিদ জিরো পয়েন্ট সেখান থেকে ইন্ডিয়া শুরু ও শেষ আর বাংলাদেশ শুরু ও শেষ..যাক সেখান থেকে ঘুরে চলে গেলাম আরেকটি প্রত্নতত্ত্ব মসজিদ খনিয়াদীঘি মসজিদ..স্থানীয়রা চামচিকা মসজিদ নামে চিনে…সেখান থেকে ঘুরে ঐ ভ্যানওয়ালাকে বিদাই দেই..তারপর অটো রিজার্ভ করে চলে যাই ভোলাহাট উপজেলায়…সেখানে আমার এক ফ্রেন্ড থাকে আমরা মূলত ওরর বাসায় থাকবো রাতে…ঐখানে গিয়ে দুপুরের খাবার খাই..তারপর ওদের গ্রাম ঘুরে আমাদের নিয়ে যায় মহানন্দা নদীর ধারে..খুব ভালো লাগল বিকাপ বেলাটা ঐখানে কাটাতে…ঐ নদীর পাড় থেকে ইন্ডিয়ার মালদা দেখা যায় খুবই কাছে…নদীতে নৌকায় কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরে আসি…তারপর আবার বের হয়ে ঐখানকার আমের আড়ত ঘুরাঘুরি করি…এইখান থেকে ট্রাকে ট্রাকে আম বিভিন্ন জেলায় যায়..তারপর ঘুরা শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুম দেওয়ার প্রস্তুতি নেই…আমি ঘুমেছিলাম মাটির ঘরে.. আহ কি শান্তির ঘুম…সকালে উঠতে হবে যেতে হবে দ্বিতীয় গন্তব্যে রাজশাহী জেলা…
১ম দিনের খরচ(৭.৬.২০১৯):
সব মিলিয়ে আমাদের ৩ জনের খরচ হয়েছিল ২৬৪০÷৩=৮৮০

Source:  Robiiul Islam Noor < Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment