জালিয়ার দ্বীপ

দ্বীপটি নাফ নদীর মাঝখানে অবস্থিত। এর একপাশে মিয়ানমার, অপর পাশে বাংলাদেশের নেটং পাহাড়।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনার জালিয়ার দ্বীপে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তুলবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), যার নাম হবে নাফ ট্যুরিজম পার্ক।

পুরো দ্বীপে থাকবে কেব্ল কার, ঝুলন্ত রেস্তোরাঁ, ইকো-কটেজ, কনভেনশন সেন্টার, সুইমিং পুল, অ্যাকোয়া লেক, ফান লেক, মাছ ধরার জেটি, বিনোদন পার্ক, শিশুপার্ক ইত্যাদি।

যেভাবে যাবেনঃ সেন্টমার্টিন যাওয়ার সময় টেকনাফের কেয়ারি শিপ ঘাট থেকে নৌকা করে 10/15 মিনিটে যাওয়া যায়।
ভাড়া: 150/200 টাকা 😊😊

Share:

Leave a Comment