ঠান্ডাছড়ি কাশফুল, পাহাড়, লেক আর প্রাকৃতিক সৌন্দর্য

কাশফুল, পাহাড়, লেক আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত এক মনোমুগ্ধকর পরিবেশ।।

দুপাশে গাছ বেষ্টিত রাস্তা দিয়ে যখন হাটবেন তখন মনে আহ!! এ পথ যদি শেষ না হত।। ব্যস্ততার এ শহরে একটি স্নিগ্ধময় বিকাল কাটানোর জন্য পারফেক্ট জায়গা।। লেকের পাড়ে বসে আড্ডা দিতে দিতে হারিয়ে যাবেন দূর আজানায়।।

যেভাবে যাবেন:

চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৩ কি.মি. দূরে ঠান্ডাছড়ির অবস্থান।। মুরাদপুর থেকে হাটহাজারীগামী বাসে উঠে পরুন। অথবা মুরাদপুর থেকে অক্সিজেন এসে হাটহাজারী, রাউজান বা ফটিকছড়িগামী যেকোন বাসে উঠে পরুন।। ফতেয়াবাদ কলেজ গেট নেমে হাতের বাম পাশ দিয়ে CNG করে ঠান্ডাছড়ি যাওয়া যায়।। CNG জনপ্রতি ১০/- টাকা।।

দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রবেশাধীকার সময়।।

যত্রতত্র ময়লা না ফেলে, পরিবেশ রক্ষায় অবদান রাখি।।

Source:  Mohammad Ataher Ishraq Rafi <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment