তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি
কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি? তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি”। আহ, রাধার জন্য কৃষ্ণ যমুনাতে ডুবিয়া মরিতে চায়, আবার এর তীরেই সৌধ হয়ে আছে মমতাজ-শাহজাহানের তাজমহল। মহাকালের আরো কতো যে হৃদয় ঘটিত ঘটনার সাক্ষী এই যমুনা। এজন্য যমুনাকে দেখার লোভ কেইবা সামলাতে পারে। তাই একদিনের ছুটিতে একা, দোকলা অথবা দলবল নিয়ে চলে যেতে পারেন সিরাজগঞ্জের হার্ডপয়েন্ট বাঁধে। এখানে শেষ বিকেলের আলোর সাথে যমুনা নদীর সৌন্দর্য এক কথায় অপার্থিব মনে হবে।
যেভাবে যাবেনঃ মিরপুর ২, গাবতলি, সাভার থেকে এস আই এন্টারপ্রাইজের গাড়ি সরাসরি যায় সিরাজগঞ্জ শহরে। আবার মহাখালি থেকেও একই বাস সরাসরি সিরাজগঞ্জ যায়। গাবতলি থেকে সময় লাগবে প্রায় ৩.৫-৪ ঘণ্টা। শহরে নেমেই রিকশাওয়ালা মামাকে বললেই হার্ডপয়েন্ট বাঁধে নিয়ে যাবে। সময় লাগবে ২০-২৫ মিনিট। সিরাজগঞ্জ শহরকে বছরের পর বছর টিকিয়ে রেখেছে এই বাঁধ। যাওয়া আসা বাস ভাড়া পার পার্সন ২৫০+২৫০=৫০০ টাকা। আর রিকশা ভাড়া নিবে ৩০+৩০=৬০ টাকা।
Post Copied From:Nazrul Islam Ronok>Travelers of Bangladesh (ToB)