দুই দিনের ট্যুর এ বান্দরবান-থানচি-ডিম পাহাড়-আলীর গুহা-আলীকদম-চকরিয়া

যারা এই জায়গাগুলো ঘুরতে যাবেন অবশ্যই সাথে জাতীয় পরিচয় পএ অথবা জন্ম নিবন্ধন এর ২ কপি ফটোকপি সাথে নিয়ে যাবেন।

আমরা ৮ বন্ধু মিলে গিয়েছিলাম আমার যে ভাবে ঘুরে ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।

০তম দিনঃ
ঢাকা থেকে বান্দরবান এর উদ্দেশ্যে রাত এর বাস এ যাএা।অবশ্যই রাত ৯ টার বাস এ যাওয়ার চেষ্টা করবেন তাহলে সকাল সকাল পৌঁছাতে পারবেন।আমরা রাত ১১ঃ৪৫ এর বাস এ গিয়েছিলাম আর রাস্তায় জাম ছিলো তাই বান্দরবান পৌঁছাতে সকাল ১১ টার মতো বেজে গিয়েছিল।

১ম দিনঃ
সকাল এ বান্দরবান পৌঁছে মানুষ কম হলে বান্দরবান থেকে লোকাল বাস এ করে থানচি যাবেন।থানচি যেতে ৩ থেকে ৪ ঘন্টা লাগবে লোকাল বাস এ।যাওয়ার পথে উপভোগ করবেন অপূর্ব সুন্দর বান্দরবান-থানচি সড়কটি।অবশ্যই মানুষ বেশি হলে জীপ রিজার্ভ করে যেতে পারেন পথে শৈল প্রপাত,চিম্বুক পাহাড়,নীলগিরি,নীলদিগন্ত দেখতে পারবেন তাহলে।থানচি পৌঁছে একটু রেস্ট নিয়ে সাংগু নদী ও থানচি বাজার ঘুরে দেখবেন৷ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন।

২য় দিনঃ
সকাল এ ঘুম থেকে উঠে থানচি বাজার এ নাস্তা করে ওখান থেকে বাইক পাবেন আলীকদম যাওয়ার রিজার্ভ ভাড়া করে নিন বলবেন আলীর গুহার সামনে নামিয়ে দিতে।আলীকদম যাওয়ার পথে আরোও দেখতে পারবেন অপূর্ব সুন্দর ডিম পাহাড়।যা আপনাকে মুগ্ধ করবে।আলীকদম এর আলীর গুহার সামনে পৌঁছাতে ২-৩ ঘন্টার মতো লাগবে।আলীর গুহা ঘুরে অটোতে করে আলীকদম বাস স্ট্যান্ড এ চলে আসবেন।এখান থেকে চকরিয়া যাবেন যাবেন বাস পাবেন একটু পর পর ই বাস আছে।চকরিয়া যেতে সময় লাগবে ১ থেকে ১ঃ৩০ ঘন্টা।চকরিয়া পৌঁছে দুপুর এর খাবার খেয়ে কক্সবাজার এ বাস এ উঠে পড়ুন।যেতে সময় লাগবে ১ থেকে ১ঃ৩০ ঘন্টা।বিকেল ৩ টার ভিতর কক্সবাজার পৌঁছে যাবেন।
বিকেল এ কক্সবাজার সমুদ্র সৈকত এর সুগন্ধা, কলাতলী ও লাবনী পয়েন্ট ঘুরে দেখবেন।
রাতের খাওয়া দাওয়া করে ৯ টা থেকে ১০ টার বাস এ ঢাকা ব্যাক করুন।
সকাল ৭ টার ভিতর ঢাকা পৌঁছে যাবেন।

এই ট্যুর এ জনপ্রতি খরচ হবেঃ
ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বাস ভাড়া ৬২০ টাকা
বান্দরবান থেকে থানচি যাওয়ার লোকাল বাস ভাড়া ২০০ টাকা জনপ্রতি
থানচি তে রাত থানচি কুটির এ থাকতে খরচ ২০০ টাকা জনপ্রতি
থানচি থেকে আলীকদম যাওয়ার বাইক ভাড়া ৩০০ টাকা জনপ্রতি (এক বাইকে দুই জন ৬০০ টাকা নিবে)
আলীর গুহা ঘুরে দেখতে গাইড খরচ ১০ টাকা (গাইডে আমরা ১০০ টাকা দিয়েছিলাম সবাই মিলে)
আলীর গুহা থেকে আলীকদম বাস স্ট্যান্ড যেতে অটো ভাড়া জনপ্রতি ১০ টাকা
আলীকদম থেকে চকরিয়া বাস ভাড়া ৬০ টাকা
চকরিয়া থেকে কক্সবাজার যাওয়ার বাস ভাড়া ৪০-৫০ টাকা।
কক্সবাজার থেকে ঢাকার বাস ভাড়া ৮০০ টাকা
২ দিন এর সকাল দুপুর ও রাতের খাবার এ খরচ ৭০০ টাকা জনপ্রতি।
হাইওয়েতে যাএা বিরতিতে হাল্কা নাস্তাতে খরচ ১৬০ টাকা।

মোট =৩,১০০ টাকা

তাই সময় করে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে।আমরা শৈল প্রপাত,চিম্বুক পাহাড়,নীলগিরি, নীল দিগন্ত ঘুরি নি এগুলো ঘুরলে ও জীপ রিজার্ভ নিলে আরোও ৪০০ টাকা বেশি খরচ হবে আপনাদের।সাথে হাতে একদিন সময় বেশি নিয়ে নাফাখুম জলপ্রপাত ও রেমাক্রি ঝর্না ঘুরে দেখতে পারেন।এতে খরচ আরো ১০০০-১৫০০ টাকা বেশি লাগবে।

কিছু কথাঃ
যেখানেই যাবেন পরিবেশ পরিষ্কার রাখাবেন। আমাদের এই প্রকৃতি পরিষ্কার সুন্দর রাখার দায়িত্ব আমাদের।সবাই খেয়াল রাখবেন কোথায় ঘুরতে গেলে আমরা এমন কিছু করবো না যেটা পরিবেশ এর বিপর্যয় ডেকে আনে।

Source:  Khairul Islam Rana‎<Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment