ধন্দতারাং ঝর্ণা বিলাইছড়ি, কাপ্তাই যে ভাবে যাবেন

মোটামোটি অপরিচিত ও জনপ্রিয় ট্রেইল না হলেও গাছকাটাছড়া ট্রেইলটা খুবই সুন্দর…
কি নেই এই গাছকাটাছড়া ট্রেইলে…
মেঠোপথ, ঝিরিপথ, গিরিপথ, খাড়া পিচ্ছিল পথ, ছোট ছোট ডোবা সবই আছে এই ট্রেইলে…!i!
তাছাড়া এই ট্রেইলে রয়েছে নাম না জানা অনেকগুলো মনোমুগ্ধকর ছোট বড় ক্যাসকেড… গাছকাটাছড়া ট্রেইলের ঝর্ণাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঝর্ণাটি দেখতে ট্রেইলের শুরু থেকে আপনাকে দুই থেকে আড়াই ঘন্টা হাঁটতে হবে… এই ট্রেইলের বড় ঝর্ণাটিকে ধন্দতারাং ঝর্ণা বলা হয়… ধন্দতারাং ঝর্নায় যাওয়ার পথে শেষের ১০মিনিটের রাস্তাটুকু মারাত্নক বিপদজনক…এক পা রাখলে আরেক পা রাখার জায়গা নেই… তাই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে এই পথটুকু পার হওয়া উচিত… ভয়াবহ ঝামেলার শেষের দশমিনিটের পথটুকু সহ পুরো ট্রেইলেই আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে… তবে এত কস্টের পর যখন আপনি কাঙ্খিত ঝর্ণাটি দেখবেন, তখন নিমিষেই আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে…

যেভাবে যাবেন –
ঢাকা টু কাপ্তাই (নন এসি বাস – ৫৫০/-)
কাপ্তাই টু বিলাইছড়ি (লোকাল ট্রলারে জনপ্রতি ৫৫/-, বেশি মানুষ হলে রিজার্ভ নিবেন… )
বিলাইছড়ি যেতে গাছকাটা ছড়া আর্মি ক্যাম্প পড়বে.. আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে ট্রলারে করে আর ১০মিনিট এগুলেই এই ট্রেইল শুরু হয়…
সেখান থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করলেই পেয়ে যাবেন কাঙ্খিত ধন্দতারাং ঝর্ণাটি …

বিঃদ্রঃ –
★ এই ট্রেইলের প্রায় প্রতিটা জায়গাই পিচ্ছিল… তাছাড়া ট্রেইলের প্রথম ১ঘন্টার গ্রামের রাস্তায় প্রচুর কাঁদা থাকে…অনেক জায়গায় হাঁটু অব্দিও কাঁদা থাকে… তাই ভালো ট্রেকিং জুতা এই ট্রেইলে আবশ্যক… আর এই ট্রেইলে পেগাসাসের ট্রেকিং জুতা ইগনোর করাই ভালো… কারণ আমাদের টিমের যারা পেগাসাসের ট্রেকিং জুতা পরেছিলো, প্রায় সবার জুতাই খুব বাজেভাবে ছিঁড়ে গিয়েছিলো…
★ব্যাগ যতটা সম্ভব হালকা রাখবেন… সাথে খাবার স্যালাইন ও পর্যাপ্ত পরিমানে পানি রাখবেন…
★এ ট্রেইলে অনেকগুলো ফসলের মাঠ পাবেন…ফসলের কোনো প্রকার ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখুন…
★যেখানেই যান না কেনো অপনশীল দ্রব্য ফেলা থেকে বিরত থাকুন…

Source: FT Binti‎<Travelers of Bangladesh (ToB)

 

Share:

Leave a Comment