নর্দার্ন আয়ারল্যান্ড ভ্রমণ

পৃথিবীতে সিলেটের পরে আমার সবচেয়ে প্রিয় জায়গাটি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের ছোট একটি ছিমছাম শহর নিউ টাউনআর্ডস কারন আমার পরিবারের ( যৌথ পরিবার) বেশীরভাগের আবাস্থল সমুদ্র তীরবর্তী এই ছোট্ট শহরে । আমার আজকের লিখা এখানকার কয়েকটি জায়গা নিয়ে। এখানে যেতে ইংল্যান্ড এর ভিসা লাগে। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বেশী সুবিধার না কিন্তু ট্যাক্সি/ উবার এভাইলেবেল । দেখার মতন প্রচুর বিচ আছে, আছে পাহাড়, পর্বত আর আছে চোখ জুড়ানো কিছু পানির রিজার্ভার । ১৮৫৭ সালের নির্মিত একটি টাওয়ার আছে পাহাড়ের উপরে যেটা আর্ডস শহরের অনেক দূর থেকেও দেখা যায়। নর্দার্ন আয়ারল্যান্ড ভিজিটে গেলে সাইলেন্ট ভ্যালি রিজার্ভার অতি অবশ্যই দেখা উচিত । মোর্ন মাউন্টেনের মধ্যে এর অবস্থান আর অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ । মোর্ন মাউন্টেনের নীচে হাঁটার সুন্দর ট্রেইল আছে যার পাশ দিয়ে ঝিরি গিয়ে মিশছে সাগরে। আর্ডস শহরের পাশে দেখার মতন আরেকটি জায়গা আয়ল্যান্ড হিল। ভাটার সময় হেটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া যায়। আমি অসংখ্য দেখার মতন জায়গার মধ্যে মাত্র ২/৩ টার কথা লিখলাম যেগুলোতে আমি এইবার গিয়েছি।

অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর যেখানে ময়লা চোখে পরেনা, যেকোন জায়গা ভ্রমনে পরিবেশের প্রতি যত্নশীল থাকা উচিত।

Source:  Orakatul Jannat‎ < Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment