নাপিত্তাছড়া ট্রেইল ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ:

গত ৪ সেপ্টেম্বর তিন বন্ধু মিলে ঘুরে এলাম নাপিত্তাছড়া ট্রেইল ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে।আমরা সরাসরি ঢাকা টু চিটাগাং না গিয়ে প্রথমে কুমিল্লায় এক রাত বন্ধুর বাসায় থেকে পরদিন সকাল ৭ টায় কুমিল্লা থেকে রওনা দেই ফেনীর উদ্দেশ্যে।ফেনী থেকে নয়দুয়ারির মসজিদ তারপর সেখান থেকেই আমাদের নাপিত্তাছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু।নাপিত্তাছড়ায় আছে চারটি ঝর্ণা।এগুলো যথাক্রমে টিপরাখুম,কুপিকাটাখুম,বান্দরখুম/মিঠাইছড়ি ও বাঘবিয়ানী নামে পরিচিত।প্রায় চার ঘণ্টা ট্রেকিং শেষে সবগুলো ঝর্ণা দেখে , ঝর্ণায় গোসল করে শেষ বিকেলে ঘুরে আসি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে।
খরচ:
ঢাকা(সায়েদাবাদ) টু কুমিল্লা (এশিয়া লাইন নন এসি) ,ভাড়া : ২৫০/-
কুমিল্লা(পদুয়ার বাজার বিশ্বরোড বাসস্ট্যান্ড) থেকে ফেনী(মহীপাল) ,ভাড়া:১০০/-
মহীপাল থেকে নয়দুয়ারি মসজিদ: বাস ভাড়া ১০০/-
বাঁশ ১০/-
দুপুরের খাবার (পর্যটক হোটেল):ভাত,মুরগি,ডাল ৯৫/-
নাপিত্তাছড়ায় ট্রেকিং শেষে:
নয়দুয়ারি থেকে বাঁশবাড়িয়া বাজার লোকাল বাস ৩০/-
বাঁশবাড়িয়া বাজার থেকে বাঁশবাড়িয়া বিচ সিএনজি ভাড়া ৪০/-(যাওয়া আসা)
বাঁশবাড়িয়া বাজার থেকে সীতাকুণ্ড(শ্যামলী কাউন্টার) ১৫/- লোকাল বাস
সীতাকুন্ড থেকে ঢাকা: (শ্যামলী নন এসি) ৪০০/-
মোট: ১০৪০/-
বিদ্রঃঈদের কারণে বাসভাড়া একটু বেশি ছিল।

Post Copied From:Md Fahamidul Islam Dipro>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment