পাঁচদিনের বান্দরবান ভ্রমণ পরিকল্পনা

পরিকল্পনাঃ

১ম দিনঃ রাতে ১১টায় বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা।।

২য় দিনঃ সকাল ৬টায় বান্দারবান এসে পোঁছাবন।। নাস্তা খেয়ে থানচির উদ্দেশ্যে রওনা।। থানচি থেকে গাইড ও নোকা ভাড়া করে পদ্মমুখ আসবেন।। সেখানে থেকে ট্র্যাকিং করে পদ্মঝিরি পাড়ি দিয়ে সন্ধ্যায় থুসাইপাড়া পোঁছাবেন।। রাতে থুসাইপারা থাকবেন।।

৩য় দিনঃ খুব ভোরে রওনা দিয়ে আমিয়াখুম আসবেন।। সেখান থেকে সাতভাইখুম।। সাতভাইখুম থেকে দেবতা পাহাড় পাড়ি দিয়ে আবার সন্ধ্যায় থুসাইপাড়া পোঁছাবেন।।

৪র্থ দিনঃ ভোরে থুসাইপাড়া থেকে জিন্নাহপাড়া পাড়ি দিয়ে নাফাখুম আসবেন।। সেখানে থেকে রেমক্রি।। রেমক্রি থেকে বড়পাথর, তিন্দু ঘুরে থানচি আসবেন বিকালে রাতে থানচিতে থাকবেন।।

৫ম দিনঃ সকালে থানচি থেকে বান্দারবান আসবেন। বান্দারবান স্বর্ণমন্দির আর মেঘালয় পর্যটন কমপ্লেক্স ঘুরবেন।। রাতের বাসে পরদিন সকালে আপনার গন্তব্যস্তান।।

সম্ভব্য খসড়া হিসাবঃ 

বান্দরবন থেকে বাসে পারহেড ২০০ টাকা থানচি থেকে পদ্মঝিরি নৌকা রিজার্ভ ২৫০০টাকা।রাতের থাকা -খাওয়া ১৫০০টাকা।গাইড ৫০০০ টাকা।রেমাক্রি থেকে নৌকা ৩০০০টাকা।থানচি রাতযাপন ১০০০টাকা।অন্যান্ন ১০০০। আপনার গন্তব্য থেকে বান্দারবন। মোটামোটি এই খরচ হবে।

আমিয়াখুম ও সাতভাইখুম ভ্রমণ পরিকল্পনা ও খরচ

Share:

Leave a Comment