পার্বতীপুর টু চীলমারি (রমনা বাজার)
জার্নি বাই ট্রেন।।
পার্বতীপুর টু চীলমারি (রমনা বাজার)
পার্বতীপুর ছাড়ে রাত ০৩ঃ৩০ মিনিটে। ট্রেনে কোন লাইট ফ্যান নেই। এ যেন এক ভৌতিক অবস্থা ,আমার লাইফের সেরা জার্নি এই ট্রেনে। ভাড়া মাত্র ৪০টাকা।
ট্রেনের নাম>> রমনা লোকাল
ইহা রমনা লোকাল।
পার্বতীপুর থেকে রাত ০৩ঃ৩০ এ ছাড়ে,রমনা বাজার যেতে সকাল ০৭ঃ৩০ ।
লাইট ফ্যানের আশা করবেন না। এডভেঞ্চার টাইপ জার্নি করতে চাইলে ইহাতে ভ্রমন করুন।
গত ৮ বছরের সেরা জার্নি ছিল এই ট্রেনে।
আপনি যদি সাইকেল নিয়ে পাল্লা দেন তাহলে এই ট্রেনের আগে যেতে পারবেন, (সেকশন খারাপ ) কিন্তু আশেপাশের অপরুপ সৌন্দর্য আপনাকে হারিয়ে নিয়ে যাবে প্রকৃতির প্রেমে। জানেন তো প্রকৃতির প্রেম খুব খারাপ। একবার ধরলে আর ছাড়েনা।
ভালবাসা জন্মে গেল এই ট্রেনের প্রতি।
প্রিয় ট্রেনের তালিকার শীর্ষে উঠে গেল ইহা।
এই লাইনের এক গল্প আছে। “একদিন এক অশীতিপর বৃদ্ধা ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। লাইনে ট্রেনও যাচ্ছে। এল এম সাহেব জানালা দিয়ে মাথা বের করে বললেন- বুড়িমা – তোমার কষ্ট হচ্ছে, না হেঁটে ট্রেনে উঠে পড়। বুড়ির উত্তর- না বাবা, আমার তাড়া আছে।
Post Copied From: Ihdo Nahraf Adajahahs > Travelers of Bangladesh (ToB)