প্রকৃতির সৌন্দর্য দেখতে চলে যাই মনপুরা দ্বীপে

আমরা অনেকেই প্রকৃতির সৌন্দর্য দেখতে চলে যাই বহুদূরে, কিন্তু আমাদের খুব কাছেই মনপুরা দ্বীপে রয়েছে প্রকৃতির সব আয়োজন যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য, আপনি যদি ভাগ্যবান হোন তবে দেখা হতে পরে ছুটে চলা চিত্রা হরীনের পালের সাথে।

সুবিশাল মেঘনা আর বঙ্গোপসাগর এর মিলিত মোহনার ঢেউ আপনাকে কাঁপন ধরাতে যথেষ্ট।

রয়েছে মেঘনা মোহনার তাজা ইলিশ, পোয়া, আইড়, রিঠা আরো নানা রকম সুস্বাদু মিঠাপানির মাছ খাওয়ার সুযোগ, সাথে মনপুরার মহিষের দুধের তৈরি টক দই।

ম্যানগ্রোভ এর সারি সারি বন আর নদীতে শুশুক এর আনাগোনা সব মিলিয়ে হলিডে কাটানোর দারুন সব বন্দবোস্ত। থাকার জন্য আছে সরকারী বাংলো, করতে পারেন ক্যাম্পিং।

মনপুরা থেকে ট্রলারে চেপে দেড় ঘন্টার নদী পথ পারি দিয়ে চলে যেতে পারেন নিঝুম দ্বীপ যেখানে আপনাকে স্বাগত জানাতে আছে ৪০০০০ হরীণ আর লাখো লাল কাকরা।

তো বেরিয়ে পরুন এখনই অল্প খরচে প্রকৃতির এত্ত সমাহার আপনি মিস করবেন কেন??

যেতে পারেন এম. ভি. ফারহান ৩/৪ অথবা এম.ভি. তাসরিফ ১/২ এ। ঢাকা সদরঘাট থেকে ৫:৩০ এবং ৬:৩০ এ দুটি লঞ্চ প্রতিদিন ছেড়ে যায়।

Share:

Leave a Comment