বাঁশবাড়িয়া বীচ

এই বছরের কিছু পরিচিত আর ট্রাভেলার দের প্রিয় হয়ে উঠা জায়গা গুলোর মধ্যে বাঁশবাড়িয়া অন্যতম ছিলো।
গত কিছুদিন ধরে এখানে বসুন্ধরা গ্রুপ তাদের ফ্যাক্টরির কাজ শুরু করে। যার জন্য বীচ এর উপর দিয়ে পাইপ লাইন বসিয়ে বালি উত্তোলন কাজ শুরু করে। এর পর থেকেই আগের বাঁশবাড়িয়া এখন আর আপনি পাবেন না। হতে পারে আগামী ৩-৪ মাস পর এখানে মেশিনের আওয়াজ আর এসব পাইপ লাইন ছাড়া আপনি কিছুই খুঁজে পাবেন না। আর অন্যদিকে ব্রিজ ছিলো আকর্ষণ করার মত একটি জিনিস। তাও ইজারদার দের লালসা থেকে রেহাই পাইনি। ব্রিজে উঠতে হলে আপনাকে টিকেট কেটে উঠতে হবে।

বাঁশবাড়িয়া সুপরিচিত হয়ে উঠেও বেশিদিন ধরে রাখতে পারলো না। বাঁশবাড়িয়ার ক্রান্তি কাল শুরু।
ছবিটি দুদিন আগে তোলা।

যেভাবে যাবেন- ঢাকা- সীতাকুন্ড( বাঁশবাড়িয়া)। বাজার থেকে বীচ জনপ্রতি বিশ টাকা সিন জি তে।

Post Copied From:

আবেদীন সাহেব > Travelers of Bangladesh (ToB)
Share:

Leave a Comment