বান্দরবান

পাহাড়ের রূপ যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেটা বান্দরবান না গেলে এতটা ভালো ভাবে বুঝতে পারতাম না। এর রূপ গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম আবার শীতে আরেক রকম। সকালে এক দৃশ্য তো বিকালে অন্য দৃশ্য। প্রচন্ড রোদের মধ্যে যেমন সুন্দর লাগে, বৃষ্টির মধ্যে তা আবার অন্য সৌন্দর্যে হাজির হয়। তবে সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয় একপাশে বৃষ্টি হচ্ছে তো অন্যপাশে রোদে পুড়ে যাচ্ছে।
এবার বান্দরবান গিয়ে রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর রূপই যেন দেখা হলো। আপনারা যারা যাননি তারা একটু সময় করে ঘুরে আসুন এমন পাহাড়ি সৌন্দের্যের মাঝ থেকে, অসাধারণ সুন্দর আমাদের বান্দরবান। নিচের ছবিটি নীলাচল পর্যটন কমপ্লেক্স থেকে তোলা। ঢাকা থেকে বান্দরবানের সরাসরি বাস পাবেন (ইউনিক, সেন্টমার্টিন পরিবহন, এস আলম, হানিফ, শ্যামলী, সৌদিয়া ইত্যাদি)

Post Copied From:Ashar Unique‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment