বিকল্প পথে টাংগুয়ার হাওর-টেকেরঘাট

গ্রুপে আজ পর্যন্ত যত গুলো টাংগুয়ার হাওর ট্যুর বিষয়ে পোস্ট দেখেছি তার সবগুলোই সিলেট দিয়ে।কিন্তু চাইলে ময়মনসিংহ-নেত্রকোনা পথে আপনি চাইলে একদিনের মধ্যে প্রায় সবগুলো স্পট বেশ সময় নিয়ে কাভার করতে পারেন।যদি এক দিনের মধ্যে গ্রুপ করে যেতে চান,তাহলে স্বল্প খরচে এই রুট টা আমার মনে হয় বেশ উপযুক্ত।
প্রথমে ট্রেনে করে ঢাকা থেকে মোহনগঞ্জ বাই ‘হাওর এক্সপ্রেস’,ঢাকা থেকে ছাড়ে রাত ১১ টা ৫০এ,মোহনগঞ্জ পৌছায় ভোর ৬ টায়।মোহনগঞ্জ পৌঁছানোর পর রেলস্টেশন থেকে সেদিন কার রাত ১১:৩০ টায় ছাড়া ঢাকা গামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের টিকেট কেটে রাখুন,কাউন্টার খুলবে ৭ টায়।মাঝখানের সময় টা রেস্ট রুমে ফ্রেশ হতে আর নাস্তা করে নিতে পারেন।তারপর অটোরিকশা করে সেখান থেকে ধর্মপাশা যেতে ২০ মিনিট এর মত লাগবে,ধর্মপাশা থেকে লেগুনা ভাড়া করতে হবে,লেগুনায় করে রাস্তার দুই ধারে হাওর দেখতে দেখতে চলে যাবেন মধ্যনগর বাজার,সময় নিবে দেড় ঘন্টা।সেখান থেকে ট্রলার ভাড়া করে তিন/সাড়ে তিন ঘন্টা হাওর দেখতে দেখতে চলে যাবেন টেকেরঘাট নীলাদ্রি লেকের কাছাকাছি।এখানের সুবিধা হচ্ছে অনেক টা সময় হাওর দেখতে দেখতে যেতে পারবেন,আর এখানে নৌকার ভাড়াও বেশ কম,সবচেয়ে বড় নৌকার ভাড়াও ৪০০০/৪৫০০ এর বেশি হবে না,অনায়াসে এগুলা তে করে ২৫ জন ঘুরতে পারবেন।সেখানে নৌকা রেখে বাইকে করে তারপর বড়াইছড়া ঝরনা,বারেক টিলা,জাদুকাটা নদী ঘুরে আসা যাবে।দুপুরে খাওয়া দাওয়া ট্যাকেরঘাট বাজারে।
ফেরা শুরু করবেন বিকাল ৫ টায়,একইভাবে।লেগুনার নাম্বার রেখে দিলে তারা সময়মত মধ্যনগর থাকবে।সকাল নাগাদ ঢাকায় পোঁছে যেতে পারবেন।

Post Copied From:সাবরিন নাঈম সিয়াম>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment