মদক রেঞ্জ

Magistic View from the Top of “যোগী হাফং”(৪র্থ সর্বোচ্চ বাংলাদেশের-৩২৫৯ফিট)

ঠিক বান্দরবান-মিয়ানমার বর্ডার এ এই মনোহরি দৃশ্যপটের অবস্থান,
সামনের সুন্দর চুড়াটি “জ তলং”(২য় সর্বোচ্চ চুড়া বাংলাদেশ-৩৩৩৫ ফিট)
যাবার উপায়:
ঢাকা-বান্দরবান-থানচি-রেমাক্রি-দলিয়ানপাড়া-যোগী ট্রেইল।

২টি চুড়া ই সামিট করে আসা যাবে,নুন্যতম ফিটনেস আর ট্রেকিং এক্সপেরিয়েন্স দিয়ে।
সম্ভাব্য খরচ বাজেট:
৪/৫ জনের টিমের-৪৫০০ থেকে৫০০০টাকা জনপ্রতি(গাইড,খাওয়া,থাকা,সকল যাতায়াত,নাস্তা সহ)ঢাকা ট্যু ঢাকা
সম্ভাব্য দিন-৪ দিন।

ট্যুর প্লান:
০ তম দিন>
ঢাকা-বান্দরবান
১ম দিন>
বান্দরবান-থাঞ্চি(লোকালবাস)-রেমাক্রি(বোট)-দলিয়ানপাড়া(ট্রেকিং-৩ঘন্টা)
২য় দিন>
দলিয়ানপাড়া(পাড়া থেকে লোকাল গাইড নিয়ে)-জোতলং চুড়া(ট্রেকিং-৮/১০ ঘন্টা-যাওয়া আসা)-দলিয়ানপাড়া
৩য় দিন>
দলিয়ানপাড়া(লোকাল গাইড নিয়ে)- যোগী হাফং চুড়া(৮/১০ ঘন্টা যাওয়া আসা)
৪র্থ দিন>
দলিয়ানপাড়া-নাফাখুম ঝর্না-রেমাই’ফ খুম-রেমাক্রী-থাঞ্চি-বান্দরবান।

সম্ভাব্য খরচ গুলোর বর্ননা:
১)ঢাকা-বান্দরবান-ঢাকা(বাস-১২৪০ টাকা)জনপ্রতি
২)বান্দরবান-থাঞ্চি-বান্দরবান(লোকালবাস-৪০০ টাকা)জনপ্রতি
৩)থাঞ্চি-রেমাক্রি-থাঞ্চি(১টি বোট এর ভাড়া-আসা যাওয়া-৪০০০/৪৫০০)পুরো টিম
৩)গাইড:পুরোটিমের খরচ
মুল গাইড-১ম দিন ৮০০ তারপর দিনগুলোতে ৭০০ করে বাকি ৩ দিন।(মোট-২৯০০ টাকা)
লোকাল গাইড(দলিয়ান পাড়া থেকে জোতলং-১০০০ করে ২জন,আর যোগী হাফং-৮০০ করে ২জন(মোট-৩৬০০ টাকা)
৪)থাকা-১০০ করে জনপ্রতি প্রতিরাত
৫)খাওয়া-(মুরগী,ডাল,ভাত-১০০/১২০)(আলুভর্তা,ডাল,ভাত-৬০)প্রতি বেলা।

সতর্কতা:
১)ট্রেইলটির জন্য-পূর্ব অভিজ্ঞতা লাগবে(সামান্য)
২)অনেকেই একে সবচেয়ে কঠিন ট্রেইল বলে আখ্যা দিয়ে থাকেন-কিন্তু ততটা না।তাই আত্মবিশ্বাস দরকার।
৩)একজন অভিজ্ঞ টিম্লিডার।

এত বকবক করার উদ্দেশ্য:
নিজেরা টিম গঠন করার কাজে উদ্বোদ্ধ হোন।
ছবি তা আমারই তোলা,তাই ব্যবহার করলে,ক্রেডিট দিলে ভাল লাগবে আর কি

Post Copied From:Taufique Tamal‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment