মাধবপুর লেক ভ্রমন
মৌলভীবাজার কমলগঞ্জে অবস্থিত এই লেকটি ভ্রমন প্রিয় মানুষের কাছে একটি জনপ্রিয় স্থান। চারদিকে সবুজ পাহাড়, চা বাগান ঘেরা এই লেক এ রয়েছে অজস্র বেগুনি শাপলা।
পাহাড়ের উপর থেকে লেক টি যেমন আকর্ষণীয় তেমন এর কাছে গিয়েও মন ভালো হয়ে যাবে। লেক এ নৌকা ভ্রমণের সুযোগ আছে কিনা জানি না। থাকলে খুবই ভালো হতো এটা আমার ব্যক্তিগত মতামত।
আমরা শ্রীমঙ্গল থেকে প্রাইভেট গাড়ি নিয়ে গেছি, যাবার পুরো টা পথ অসাধারণ। পথেই পড়ে লাউয়াছড়া। পাহাড়ি রাস্তা, বন পার হয়ে লেক এ যাওয়াটাও খুবই উপভোগ্য।
যাতায়াত : ঢাকা থেকে বাস, ট্রেন সরাসরি শ্রীমঙ্গল যায়, সেখান থেকে অটো বা গাড়ি রিজার্ভ করে ঘুরে আসা যায় মাধবপুর লেক।
সতর্কতা : চিপসের প্যাকেট, পানির বোতল, প্লাস্টিকের ব্যাগ ইত্যাদি নিজ দায়িত্বে যথাস্থানে ফেলুন, যেখানে সেখানে বা লেক এ নয়। দেশকে দেখুন, জানুন, ভালোবাসুন।
Source: Chaya Moushumi <Travelers of Bangladesh (ToB)