মালয়েশিয়ার বাটু গুহা মন্দির

ঘুরে আসতে পারেন মালয়েশিয়ার বাটু গুহা মন্দিরে। যাকে রহস্যময় গুহাও বলা হয়।

কুয়ালালামপুর শহর থেকে ১৩ কিঃমিঃ দূরে এই পাহাড়। বাটু চুনাপাথরের এ পাহাড়ে সারি সারি গুহা আর গুহা , তার ভিতরে রয়েছে মন্দির। বিখ্যাত বাটু হিন্দু কমপ্লেক্সটি কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত। এই পার্বত্য থেকে প্রবাহিত সাংগাই বাটু নদী থেকে এর নাম নেয়া হয়েছে বলে ধারণা করা হয়, এছাড়াও বাটু গুহা কাছাকাছি একটি গ্রামের নাম।

বাটু কেভসের বয়স আনুমানিক ৪০ কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে.থাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাটু কেভসের মূল আকরসন গুহা। ভূমি থেকে ১০০ মিটার উচ্চতায় গুহাগুলো অবস্থিত। তিনটি বৃহদাকারের এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে। সবচেয়ে বড়োটির নাম মন্দির গুহা। এর রয়েছে ১০০ মিটার উঁচু সিলিং। পূণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে ২৭২টি সিড়ি বেয়ে উঠতে হয়। উঠার সময় কষ্ট হলেও ভিতরে প্রবেশ করলে আপনার মন আনন্দে ভঁরে উঠবে অজানা এক গুহা দেখে। আমি মালসিয়াতে এসে অনেক জায়গায়ায় ঘুরেছি কিন্তু এখানে এসে শিহরিত হয়েছি । আপনারা যারাই মালসিয়াতে আসবেন বাঁটু গুহা দেখতে ভুলবেন না যেন ।

Post Copied From:Masum Sheikh>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment