মিনি কক্সবাজার চাঁদপুর ভ্রমণে কিছু সতর্কতা

মিনি কক্সবাজার চাঁদপুর ভ্রমণে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নিচে এক এক করে সেগুলো দেয়া হল।

1.কালবৈশাখী বা ঝড়ের দিনে মিনি কক্সবাজার ভ্রমণ না করাই উত্তম।

2.চাঁদপুরের মোহনা খুব বিপদজনক স্থান হিসেবে চিহ্নিত। এখানে তিন নদী একসাথে মিলিত হওয়ার ফলে একটি ঘূর্ণ্যমান অবস্থার সৃষ্টি হয়েছে। ভ্রমণের সময় বিশেষ স্থানটি পরিহার করুন।

3.মিনি কক্সবাজার চাঁদপুরে ভ্রমণের জন্য সকাল অথবা বিকাল বেলা উত্তম সময়। দুপুরে ভ্রমণ না করাই ভালো। দুপুরে ভ্রমণে এলে অবশ্যই সাথে সানগ্লাস, ছাতা এবং খাবার পানি নিয়ে আসতে ভুলবেন না।

4.ট্রলারে উঠার সময় সতর্ক থাকুন। কারন ট্রলারে উঠার জন্য আপনাকে বেশকিছু বড় বড় চতুর্ভুজ আকৃতির ব্লক পার হতে হবে। এই ব্লক গুলো খুবই পিচ্ছিল।

5.ট্রলারে উঠার সময় মই ব্যাবহার করুন।

6.ট্রলার চলার সময় নদীর ঢেউ এর কারনে দুলতে পারে, আপনি যদি এতে ভয় পান তাহলে ট্রলারের সাইডে না বসে মাঝ খানটাতে টুল এর উপর বসুন।

7.ট্রলার থেকে নামার সময় মই ব্যাবহার করুন। তাড়াহুড়া করে ট্রলারের পাশ দিয়ে নামার সময় সতর্ক থাকুন। পানির গভীরতা না জেনে উচু থেকে নামতে গিয়ে পায়ে ব্যথা পাবেন না।

8.পানিতে নেমে গোসল করার আগে আপনার জামাকাপড়, জুতা, মোবাইল, মানিব্যাগ নিরাপদ স্থানে রাখুন।

9.গরম বালুর উপর দিয়ে হাটার সময় পায়ে জুতা পরে নিন।
10.নদীর পানি পান করবেন না।

Share:

Leave a Comment