মেঘের হাতছানি পেতে হলে চন্দ্রনাথ পাহাড়ে ঘুরে আসেন

সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ প্রায় ১০২০ফুট (প্রায়) অথবা (৩১০ মিটার) উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। চন্দ্রনাথের সৌন্দর্য বলে বোঝানোর মত নয়। হাজার ফুট উপরে অবস্থিত এই মন্দিরের সৌন্দর্য অনন্য। সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় সনাতন ধর্মালম্বীদের অত্যন্ত ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান।

উচু সিড়ি, মাটির রাস্তা, পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে উঠতে গিয়ে ক্লান্ত হয়নি এমন মানুষের দেখা মেলা কঠিন। কিন্তু উপরে উঠে চন্দ্রনাথের চূড়ার সৌন্দর্যে সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। নিচ থেকে শুকনো খাবার আর পানি নিতে ভুলবেন না। বিশ্রাম নিয়ে নিয়ে উঠুন, তাতে কষ্টটা বেশি অনুভূত হবেনা।

*** কষ্ট লাগল এখানেও কেউ কেউ চিপ চিপসের প্যাকেট, বোতল ইত্যাদি ফেলে রাখসে। ময়লা আবর্জনা ফেলে এত সুন্দর জায়গাটার সৌন্দর্য নস্ট করবেন না। আমাদের এই পর্যটন স্পটগুলোর পরিবেশ ঠিক রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ন আমাদের। ***

Share:

Leave a Comment