রাঙ্গামাটির আরণ্যক হলিডে রিসোর্ট
আমরা কম বেশি বেশির ভাগ রাঙ্গামাটি যাই,আমার মতে যারা আমরা চট্টগ্রামে থাকি তাদের জন্য একদিনের ট্যুর জন্য যতেষ্ট এটি
রাঙ্গামাটি তে মূলত আগে থেকে একটি আলোচিত
পর্যটন কেন্দ্র হল ঝুলন্ত ব্রিজ এটি প্রায় পর্যটকরা ঘুড়ে দেখেন।।
গেছিলাম ভাই সাথে দেখা করতে রাঙ্গামাটি
আর জানতাম না যে রাঙ্গামাটি তে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।
আমরা গিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রন #আরণ্যক_হলিডে_রিসোর্ট
বাংলাদেশ সেনাবাহিনী ওনাদের অক্লান্ত পরিশ্রমে রিসোর্ট টি হয়ে উঠছে অপূর্ব সুন্দর।।
আরণ্যক হলিডে রিসোর্ট→
প্রাপ্য সুবিদাবলি:
১। রিসোর্ট এলাকায় প্রবেশাধিকার।
২। পানকৌড়ি ক্যান্টনে আহার ও পানীয় গ্রহন।
৩। রিসোর্ট এলকায় অবস্থান/ছবি তোলা ফ্রি।
৪। টেবিল মানি সাপেক্ষে আহার গ্রহন।
৫। টিকেট ক্রয় সাপেক্ষে রাইড/ওয়াটার পার্ক ব্যবহারের সুযোগ
★এই টিকেট ১০ বছর এর উপর সকল সামরিক/বেসামরিক দর্শনার্থীর জন্য প্রযোজ্য।
★সাপ্তাহিক বন্ধ সোমবার
রিসোর্ট যোগাযোগ: 01769312021
আরণ্যক হলিডে রিসোর্ট টিকেট মূল্য= ৫০/- টাকা
২য় যাবেন
#Polwel_park
বাংলাদেশ পুলিশ বাহিনী দ্বারা নিয়ন্ত্রন এইটি
টিকেট মূল্য – ৩০-/ টাকা
যদি আমার ভাই পুলিশ হওয়ায় টিকেট লাগে নি
Powel park একটু পাশে Dc banglo যেতে পারেন।
কি ভাবে যাবেন রাঙ্গামাটি →
কেউ যদি চট্টগ্রাম জেলার বাইরে থেকে আসেন অক্সিজেন থেকে রাঙ্গামাটি বাস ছাড়ে
বাসের নাম: পাহাড়িকা
গাড়ির ভাড়া= ১২০/- টাকা
রাঙ্গামাটি থেকে CNG চালক কে বলে যেতে পারেন এই দুইটি স্থাননে
ভুল ক্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন
আমার ভ্রমন করা ছবি গুলো দেখতে:
https://www.facebook.com/100011071297583/posts/785542278491475/?app=fbl
বি:দ্র: যে যেখানে যান পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন
যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নিদিষ্ট স্থানে ফেলবেন
source: Edward Niloy