রায় বাহাদুর গেট+তাড়াশ ভবন রাজবাড়ী,পাবনা

তাড়াশ ভবন/রাজবাড়ী লিখে কতবার গুগল ম্যাপে সার্চ করেছি কিছুই পাই নি।অথচ গুগলে তথ্য আছে,অতঃপর বন্ধু জানাল,তাড়াশ রাজবাড়ী রায় বাহাদুর গেট এর কাছেই মূলত “রায় বাহাদুর গেট”ই হচ্ছে তাড়াশ রাজবাড়ীর মূল তোরণ।

ইতিহাস কি বলেঃ
তাড়াশ ভবন বা রাজবাড়ী নির্মিত হয়েছে ১৮ শতকের কোন এক সময়ে।এর নির্মাতা তৎকালীন জমিদার রায়বাহাদুর বনমালী রায়।১৯৯৮ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ একে সংরক্ষিত ঘোষণা করে।

বর্তমান অবস্থাঃ
বেশ ভালই।কিছুদিন আগেই হয়ত এর সংস্করণ করা হয়েছে।আমরা ঢাকা থেকে এসেছি শুনে দায়িত্বপ্রাপ্ত চাচা আমাদের তালা খুলে ভিতরে প্রবেশের অনুমতি দেন।সবচেয়ে ভাল খবর হচ্ছে কয়েকমাসের মধ্যেই তাড়াশ রাজবাড়ী যাদুঘর হিসেবে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে।আমরা ভিতরে দেখলাম,কাচের ডিসপ্লে প্রায় প্রস্তুত।

যাবেন যেভাবেঃ
ঢাকা থেকে পাবনাগামী বাসে পাবনা পুরাতন বাসস্টান্ড।তারপর অটোতে করে বা হেটেই যাওয়া যাবে এই রাজবাড়ী। 😊

ভ্রমণে সচেতন হউন,ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলুন।

Source: Ibrahim Khalil‎ <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment