লাক্কাতুরা চা বাগান,সিলেট ঘুরে আসা একদিন

শীতের মৌসুম।শুরু হয়ে গেল ভ্রমন প্রিয় মানুষের ভ্রমন ক্ষুদা।তাই তো সবাই ছুটাছুটি করবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।আজকের কথা লাক্কাতুরা টি গার্ডেন নিয়ে।এটা শুধু তাদের জন্য যারা সিলেট ঘুরতে আসবেন।সিলেট এর কদমতলি নামবেন।কাউকে বললেই দেখিয়ে দিবে অথবা রাস্তা থেকে সোজা চলে যান ১০ মিনিট অথবা রিক্সা নিন।২০ টাকা ভাড়া নিবে বন্দর বাজার। যাওয়ার সময় দেখবেন সুরমা নদীর উপর ইংরেজদের নির্মিত কীন ব্রীজ। ব্রীজের বাম দিকে থাকালেই দেখবেন নব নির্মিত কাজির বাজার ব্রীজ।

নদী পার হবার সাথে সাথেই বাম দিকে তাকান দেখতে পাবেন আমজাদের বিখ্যাত ঘড়ি। বন্দর বাজার নেমে হালকা নাস্তা করুন সিলেটের আখনি দিয়ে।নাস্তা সেরে রিক্সা বা সিএনজি দিয়ে চলে যান আম্বরখানা পয়েন্ট ভাড়া ২০/৩০ টাকা নিবে।আম্বরখানা নেমে আবার সিএনজিতে ওঠোন বলবেন লাক্কাতুরা যাবেন ১০/- ভাড়া নিবে। ঠিক বাগানের গেইটেই নামিয়ে দিবে। ঢুকার সময় কিছু লোক থাকবে তারা আপনাকে গাইড দিতে টাকা চাইবে দর দাম করে ৫০/১০০ টাকা দিলে আপনাকে পুরো বাগান ঘুরিয়ে দেখিয়ে দিবে। ভিতরে আছে চা বাগান,,রাবার বাগান,,,চা বাগানের ভিতর একটা পাহাড় আছে যেখানে উটলেই দেখবেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। বাগানের ভিতর মধুও পাবেন,, খুব নিরব এবং সুন্দর একটা পরিবেশ। চাইলে সব কিছুর ফাকে এটার স্বাদটাও একটু নিয়ে আসতে পারেন।খুবি কম খরচে সুন্দর একটা ভ্রমন।

Share:

Leave a Comment