শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

প্রাচীন বাংলার গৌড় সম্রাজ্যের রাজধানীর এক কোণে আছে সবুজ ঘাসের গালিচায়, তাল বাগানের ছায়ায় ধুনিচক মসজিদ

মসজিদটির প্রকৃত নির্মাণকাল বা নির্মাতার নাম জানা যায়নি। মালদার তাঁতীপাড়া মসজিদ (১৪৮০ খ্রি.), মুন্সিগঞ্জের রামপালের বাবা আদম মসজিদ এর (১৪৮৩ খ্রি.) সঙ্গে স্থাপত্যিক ও আলংকারিক মিল থাকায় বিশেষজ্ঞগণ মনে করেন যে, এটি সম্ভবত ১৫ শতকের শেষের দিকে পরবর্তী ইলিয়াস শাহী আমলে নির্মিত।

ঢাকা থেকে বাসে কানসাট বাসে। সেখান থেকে অটোতে সোনা মসজিদ বর্ডার। তারপর আমবাগানের মধ্য দিয়ে পায়ে হেটে দেড় কিলোমিটার। লোকজনকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে

Post copied From:Apu Nazrul‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment