শীতের সীজনে সিলেটে ভ্রমন

এই শীতের সীজনে #সিলেটে ১ দিনের #লালাখাল এবং #জাফলং ভ্রমনের ট্যুর প্লান । আর এখন জাফলং এবং লালাখাল ভ্রমণ এর বেস্ট সময়। সিলেট এ শীতের সিজনে ১ দিনের ভ্রমণ এর জন্য এইটা আমার ব্যাক্তিগত এবং পছন্দনীয় প্লান । ।।
————————————————————————————
এক দিনে লালাখাল এবং জাফলংঃ সবচেয়ে ভাল হয় আগের দিন সিলেট চলে আসবেন । তারপর খুব সকালে রিজার্ব/ লোকাল গাড়ি করে সারিঘাট নৌকা ঘাট । তারপর সেখান থেকে নৌকা নিয়ে লালাখাল জিরো পয়েন্ট । লালাখাল এ ৩-৪ ঘন্টা ঘোরাঘুরি করে সারিঘাট এসে পড়বেন । তারপর সারিঘাট থেকে সোজা জাফলং জিরো পয়েন্ট ।

সময় মেনেজমেন্টঃ সিলেট -সারিঘাট ( ৭- ৯.৩০) / সারিঘাট- লালাখাল জিরো পয়েন্ট – সারিঘাট ( ১০ – ২ ) / সারিঘাট – জাফলং ( ২-২.৪৫) / জাফলং এ ২-৩ ঘন্টা ।। উলেখ্য সংরামপুঞ্জি ঝরনা তে পানি নাই । হেটে গিয়ে সময় নষ্ট করবেন ।

খরচঃ লালাখাল নৌকা ভাড়া (* ১৫০০ -১৭০০ )
জাফলং এ নৌকা ভাড়া করার প্রয়োজন নেই ।

Share:

Leave a Comment