সাসপেনশন ব্রীজ, পুনাখা, ভুটান

২০১৭ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম রাঙামাটির ঝুলন্ত ব্রীজ দেখতে। কিন্তু কপাল খারাপ বিধায় তখন ঝুলন্ত ব্রীজ না দেখে ডুবন্ত ব্রীজ দেখে ফিরেছিলাম (দুধের স্বাদ পানিতে মেটানো আরকি!)। পুরো ঝুলন্ত ব্রীজটাই পানির নিচে ডুবে ছিল।

তাই এবার ভুটান টুরের সময় (ডিসেম্বর এর ২২ তারিখ থেকে ২৮ তারিখ) আমার পুনাখার সাসপেনশন ব্রীজটা দেখার আগ্রহ অনেক বেশি ছিল।

পুনাখার পুচো নদীর উপর দিয়েই বানানো হয়েছে এই জনপ্রিয় টুরিস্ট স্পট সাসপেনশন ব্রিজ, এটি ৩৫০ মিটার লম্বা ঝুলন্ত একটি ব্রিজ, চারপাশের প্রকৃতি আর এই ব্রিজের নির্মাণশৈলী এককথায় আপনাকে মুগ্ধ করবেই। এটি সমুদ্রপৃষ্ঠ ৪০১২ ফুট উপরে অবস্থিত। এটি ভুটানের দীর্ঘতম ঝুলন্ত ব্রীজ। ব্রীজের মাঝখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন নিচ দিয়ে বয়ে চলা পুচো নদী এবং চারপাশে পাহাড় আর পাহাড়! অসাধারণ এক দৃশ্য। লিখে কিংবা ছবি দিয়ে এই দৃশ্যর বর্ননা দেওয়া সম্ভব নয়।

এই সাসপেনশন ব্রীজের নিচ দিয়ে বয়ে যাওয়া পুচো নদীর সৌন্দর্য্য এককথায় অসাধারণ। পানির কোন রং নাই। কিন্ত পুচো নদী দেখে মনে হবে পানির রং নীল!!

মূলত পুনাখা শহরবাসী যেন সহজে এবং শর্টকাটে জং এ যেতে পারে, সেজন্য এই ঝুলন্ত ব্রীজটা বানানো হয়েছিল।

Share:

Leave a Comment