সুইডেনের আরলান্ডা বিমানবন্দর
একরাত থাকা যাক সুইডেনের আরলান্ডা বিমানবন্দরে, হোটেল যখন বিশালাকার বোয়িং ৭৪৭-২০০ জাম্বো জেটঃ
সুইডেনের আরলান্ডা বিমানবন্দর, অন্যরকম একটা অভিজ্ঞতা হতে পারে যে কারো জন্য। এখানে একরাত কাটাতে পারেন ইচ্ছে করলে বিশালাকার বোয়িং ৭৪৭-২০০ বিমানের মধ্যে, আকাশে উড়তে হবেনা্ মাটিতেই থাকবে। এটা বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে ২০ মিটার দূরে এয়ারসাইডেই অবস্থিত।
অস্কার ডেনিস নামের এক ব্যবসায়ী এই হোটেল তৈরির উদ্যোগ নেন, এর জন্য তিনি ব্যয় করেন ১.৫ মিলিয়ন পাউন্ড। ৬ মাস ধরে চলে এই বিশাল উড়ন্ত মেশিনের হোটেলে রূপান্তর প্রক্রিয়া। ৪৫০ টি সিট অপসারন করে ৩৩ রুমের এই হোটেল টি তৈরি করা হয়। আপনার অবস্থান কে আরও বেশি স্মরণীয় করে রাখার জন্য ককপিটে বানানো হয়েছে বিলাসবহুল স্পেশাল স্যুইট।
এছাড়া বিভিন্ন ধরনের রুম তৈরি করা হয়েছে রুপান্তরিত এই বিমানের মধ্যে, কোনটা ডরম টাইপ ৪ জনের, ৩ জনের, কিছু শেয়ার করা বাথরুম আর কিছু রুম এ প্রাইভেট বাথরুম সহ। মেকানিক্যাল অংশ গুলোতে ও পরবর্তীতে নতুন রুম তৈরি করা হবে। ইন্টেরিওর এবং ডেকোরেশন খুবই সাধারন ভাবে আধুনিক স্ক্যান্ডেনেভিয়ান ধাঁচে করা হয়েছে। লাউঞ্জ বার এবং ফার্স্ট ক্লাস সিট গুলো আগের মতই রাখা আছে। হ্যাপি জার্নি।
Post Copied From:Aazad Mahbubul>Travelers of Bangladesh (ToB