স্বপময় নীল দ্বীপ মালদ্বীপ

বীচ এরিয়া সবসময়ই গরম থাকে, তাই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মালদ্বীপ বেড়ানোর সঠিক সময়। এই সময় আবহাওয়া ও পারফেক্ট থাকে। নীল আকাশ আর শরতের মতো মেঘের ভেলা 😍

👉🏻কিভাবে যাবেন ভিসা ও ইমিগ্রেশন :
মালদ্বীপে সরাসরি কোন ফ্লাইট নাই, শ্রীলঙ্কা ট্রানজিট করে যেতে হবে। শ্রীলঙ্কান এয়ারে ৪৫০০০/- আপ ডাউন ১ জনের। কিন্তু যদি ২ মাস আগে টিকেট করতে পারেন তাহলে।
👉🏻মালদ্বীপে অন এরাইভাল ৩০ দিনের ভিসা দেয়। আপনি ফ্লাইটে থাকা অবস্থায় ইমিগ্রেশন কার্ড পূরন করে ফেলতে পারবেন।
👉🏻👉🏻অবশ্যই হোটেল বুকিং এর কপি ইমিগ্রেশনের সময় দেখাতে হবে। নয়তো অনেক ঝামেলা করবে। কারণ প্রচুর বাংলাদেশি টুরিস্ট ভিসায় গিয়ে থেকে যায়।
👉🏻👉🏻অবশ্যই প্ল্যানটা এমন ভাবে করবেন যেন শুক্র এবং শনিবার আপনার মালদ্বীপ না থাকা লাগে, কারণ শুক্র শনি বার ওদের সাপ্তাহিক ছুটি। আর শপিং মল, দোকান, এমন কি পাবলিক ফেরিও বন্ধ থাকে। তাই চেষ্টা করবেন প্ল্যানটা যেন উইকেন্ডে না হয়।

👉🏻👉🏻থাকার খরচ:
মালদ্বীপে সব কিছুতেই ২৫% ট্যাক্স দিতে হয়।
আমরা ১ম রাত মালে তে, ২য় ও ৩য় রাত মাহফুসি তে, ৪র্থ ও ৫ম রাত হুলহুমালে তে ছিলাম। এছাড়া ১ দিন ফুল ডে ট্রিপে আদারান দ্বীপে গিয়েছিলাম। আর ভিলিংগিলি দ্বীপে।
মালে তে মালে সিটির হোটেলে মেলরোসে ছিলাম.
কুইন বেড -৮০ ডলার পার নাইট।
মাহফুসিতে হোটেল সানরাইজ এ ছিলাম।
কুইন বেড – ৯০ ডলার পার নাইট। (এই হোটেলে প্রাইভেট বিচ আছে)
হুলহুমালে তে গ্রান্ড বিচ এন্ড স্পা তে ছিলাম।
কুইন বেড – ৮০ ডলার পার নাইট।

👉🏻👉🏻👉🏻 সব গুলো হোটেল বুকিং ৩ মাস আগে দেয়ায় বেশ কমে পেয়েছিলাম। Agoda তে বুকিং করে ছিলাম, ৭/৮ দিন আগেই ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে রেখেছিল।
👉🏻👉🏻খাওয়া খরচ :
মালদ্বীপে খাওয়ার বিলের উপরও ২৫% ট্যাক্স দিতে হবে।
মালদ্বীপের রুপি যেহেতু আমাদের দেশের টাকার থেকে বেশি সেহেতু সবকিছুর দামই বেশি লাগবে। আর দ্বীপ অঞ্চল সব কিছুই ওদের আমদানী করায় দাম বেশি।

👉🏻মালে সিটিতে আশেপাশে অনেক হোটেল আছে, সব হোটেলেই বাংলা খাবার পাওয়া যায়।
লাঞ্চ আর ডিনার করতে ২ জনের ১৫-২০ ডলার লাগবে।

👉🏻মাহফুশিতে সব থেকে বেস্ট খাবার সানরাইজ হোটেলের রেস্টুরেন্টে ৮-১০ ডলার পার পারসন পারফেক্ট Buffet লাঞ্চ, ডিনার করতে পারবেন।

👉🏻হুলহুমালে তে ফ্রুটস মার্কেটের কাছে একটা হোটেল আছে ওই হোটেলের খাবার খুব ভালো।

👉🏻👉🏻কোথায় কোথায় ঘুরবেন এবং যাতায়াত খরচ :

👉🏻প্রায় ১১০০ দ্বীপ নিয়ে মালদ্বীপ, আপনার পছন্দ মত যে কোন দ্বীপে ঘুরতে পারেন।

👉🏻আমরা যেসব জায়গায় গিয়েছি তার ফুল ডিটেইলস লিখছি।

👉🏻প্রথমে এয়ারপোর্টে নেমেই হোটেল যাওয়ার জন্য ট্যাক্সির দরকার হবে,এয়ারপোর্টে নেমেই ডলার থেকে রুপি করে নিতে হবে ট্যাক্সি ভাড়া দেয়ার জন্য।কারণ বাংলাদেশে মালদ্বীপের রুপি পাওয়া যায় না।

👉🏻👉🏻মালে সিটিতে ট্যাক্সি ভাড়া ফিক্সড, আপনি সিটির মধ্যে যেখানেই যাবেন ২৫ রুপি ভাড়া।

👉🏻👉🏻মালে সিটি থেকে বিভিন্ন আইল্যান্ড গুলোতে স্পীডবোট, এয়ার ট্যাক্সি, পাবলিক ফেরি ইত্যাদি করে যেতে পারবেন।

👉🏻 👉🏻 স্পীডবোট গুলোতে পার পারসন ১১০-১৫০ ডলার। অথবা জায়গা বুঝে ভাড়া আরো কম বেশি হতে পারে।

👉🏻👉🏻এয়ার ট্যাক্সিতে ৫০০ ডলার পার পারসন।

👉🏻পাবলিক ফেরিতে ৫০-১০০ রুপি।

👉🏻👉🏻আমরা মালে সিটি থেকে মাহফুশি আইল্যান্ড পাবলিক ফেরিতে গিয়েছিলাম।

👉🏻👉🏻মাহফুশি থেকে আদারান আইল্যান্ডে স্পীডবোটে গিয়েছিলাম।

👉🏻👉🏻মালে সিটি থেকে হুলহুমালে ট্যাক্সিতে।

👉🏻👉🏻মালে সিটি থেকে বিল্লিংগি আইল্যান্ডে পাবলিক ফেরিতে।

👉🏻👉🏻👉🏻আমাদের আদারানে ফুল ডে ট্রিপে পার পারসন ১৫০ ডলার খরচ হয়েছে।

👉🏻👉🏻👉🏻 এই ডে ট্রিপে আমাদের মাহফুশি থেকে আদারান আইল্যান্ডে যাওয়া আসা Buffet লাঞ্চ উইথ আনলিমিটেড ড্রিংকস আর আইসক্রিম 😍
বিকালেও Buffet নাস্তা।

👉🏻👉🏻আদারানে ওয়াটার ভিলা গুলোর পার নাইট ভাড়া ২২০০ ডলার।

👉🏻👉🏻 মালে সিটিতে Independent Square, Islamic center, masjid al sultan ইত্যাদি জায়গায় যেতে পারেন।

👉🏻👉🏻 হুলহুমালে শহরটা অসম্ভব সুন্দর 😍

👉🏻👉🏻হুলহুমালের বিচ, পার্ক আর শহরের রাস্তা গুলো দিয়ে হাটতেও ভালো লাগবে😊

👉🏻👉🏻 ভিল্লিংগিতে আমরা সানসেট দেখবো বলে গিয়েছিলাম, এই দ্বীপটি মূলত রেসিডেনশিয়াল এরিয়া।
বিকেলটা সমুদ্রের পারে কোন পাথরের উপর বসে কাটিয়ে দিতে পারেন😍 আর হা মালদ্বীপের সব জায়গার পানিই ক্রিস্টাল ক্লিয়ার তাই যেখানেই জান না কেনো পানির নিচের সব মাছ দেখা যাবে😁

👉🏻👉🏻👉🏻টিপস 👈🏻👈🏻👈🏻
👉🏻👉🏻 মালদ্বীপের পানি ক্রিস্টাল ক্লিয়ার ব্লু❤ তাই water Drive, snorkeling and scuba diving করতে অসম্ভব ভালো লাগবে।
👉🏻👉🏻আমি বাংলাদেশ থেকে snorkelling এর জন্য snorkeling Glass কিনে নিয়ে গিয়েছিলাম। কারণ মালদ্বীপে দাম বেশি পরবে।
👉🏻👉🏻আমি সাতার জানতাম না তবুও snorkelling করেছি, মালদ্বীপে স্রোত অনেক কম আর পানির নিচে যা ভিউ তা আমি লিখে বুঝাতে পারবো না❤😍, তাই যারা সাতার পারেন না তারাও একটু সাহস করে দেখবেন 😇

👉🏻👉🏻মালদ্বীপে প্রতিটি জায়গায়তে কমপক্ষে ১টা হলেও ফুটবল মাঠ পাবেন, আর যদি কেউ ফুটবল ফ্রেক হয়ে থাকেন ২/১ টা গোল দিয়ে আসতে পারেন😁
অনেস্ট রিভিউ :
মালদ্বীপ আসলে কত্ত সুন্দর তা সত্যিই আমি লিখে বুঝাতে পারবো না। আপনার চোখ সার্থক হবে 😁
এক একটা জায়গায় এক এক রকমের সুন্দর 😇

👉🏻👉🏻Star বীচ নিয়ে কিছু বলি, মালদ্বীপের প্রতিটি বিচই সাদা বালু মানে white sandy beache তাই বেশির ভাগ সময় যখন রাতের আকশে চাঁদ থাকে না তখন বেশি দেখা যায়।এটা আমাদের হোটেলের মালদ্বীপীয়ান একজন বলেছে। আর এটা কিছুই না এক টাইপের জলজ পোকা। পোকা কথাটা এজন্যই বললাম আমার কাছে জোনাকিপোকার মতন লেগেছে।
👉🏻আমরা যখন মাহফুশিতে ছিলাম ১ দিন পেয়েছিলাম 😍😍
কিন্তু খুবই কম মানে হাত ভর্তি করে নেয়ার মতনো না😞। কিছুক্ষণ নীল আর গোলাপি রঙের ব্লিং করে নিভে গিয়েছে, কিন্তু যখন হাত পানিতে দিয়েছি আবার জ্বলে উঠেছে😍।
👉🏻👉🏻 মালদ্বীপে ৮০% বাংলাদেশি লোক পাবেন, তাই সবার সাথে কমিউনিকেট করতে সুবিধা হবে।

👉🏻👉🏻শপিং টিপস:
👉🏻মালদ্বীপ থেকে আমি শপিং করার মতন কিছুই পাইনি, সবই মনে হয়েছে আমাদের দেশে আরো ভালো পাওয়া যায়।
👉🏻👉🏻তবে সুপার শপ থেকে আমি চা, জুস, চীজ, বাটার, চিপ্স এগুলো প্রচুর কিনেছি। কারন প্রাইজ আর প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো।

Share:

Leave a Comment