স্বর্গের খুব কাছাকাছি যাওয়ার অনুভূতি এখানেই

স্থান : আরু ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর।🗻
যাওয়ার রোড ছিলো: ঢাকা-কলকাতা(বাস)🚌, কলকাতা – শ্রীনগর (এয়ার)🛫, শ্রীনগর- পহেলগাম (ট্যাক্সি)🚕, পহেলগাম – আরু ভ্যালি(ট্যাক্সি

দেখার মত : পেহেলগামে বাইসারান (মিনি সুইজারল্যান্ড), বেতাভ ভ্যালি ও আরু ভ্যালি । এ স্পটগুলোই বিখ্যাত, এ ছাড়া লোকালদের গ্রাম ঘুরতে পারেন, দু তিনটা লেক আছে তুলিয়ান লেক শীশ নাগ লেক, মন্দির আছে কয়েকটা, লিডার নদীর পাশে একটা পার্ক আছে,,, লোকালদের গ্রাম ঘুরতে হলে হোটেল বয় বা ঘোড়া ওয়ালাকে বলুন।
আমি তুষার ঝরে আটকে গেছিলাম, হোটেল বন্ধ ছিলো, এক ঘোড়া ওয়ালা উনার বাসায় নিয়ে লাঞ্চ করিয়েছিলো, রুটি সবজি আর একরকমের ডাল,,
পেহেলগামে একটা বিখ্যাত মিষ্টি আছে কালাকান্দ বা এ জাতিয়, খালি দুধের দলা মনে হয়েছে,যারা দুধ পছন্দ করে তাদের ভালো লাগবে।
হাটতে হাটতে ঘুরবেন এলো মেলো তাহলে অনেক কিছু ঘুরে দেখা যায়।

Post Copied From: She Tu‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment