হাজীগঞ্জ বড় মসজিদ
অসস্থান : চাঁদপুর
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ইং
পথের হদিস : ঢাকা > চাঁদপুর > হাজীগঞ্জ > হাজীগঞ্জ বড় মসজিদ।
জিপিএস কোঅর্ডিনেশন : 23.251588, 90.854133
১৩৩৭ বঙ্গাব্দে হাজী আহমদ আলী পাটোয়ারী “হাজীগঞ্জ বড় মসজিদ” প্রতিষ্ঠাতা করেন। তিনিই এর প্রথম মোতওয়াল্লী। প্রায় ২৮,৪০০ বর্গফুট আয়তনের বিশাল মসজিদ এটি, প্রায় ১০ হাজার মুসল্লী এক সাথে একানে নামাজ পরতে পারেন। এর কারুকাজময় সুউচ্চ ১৮৮ ফুটের মিনারটি খুবই দৃষ্টিনন্দন। যতদূর জানা যায় বর্তমানে “হাজীগঞ্জ বড় মসজিদ”-টি দেশের ৬ষ্ঠ বৃহৎ মসজিদ।
Post Copied From:Saroare Shohen>Travelers of Bangladesh (ToB)
Tags: