অপার্থিব নাপিত্তাছড়া র্ঝনা
কিভাবে যাবেন: ঢাকার কমলাপুর / টিটিপাড়া থেকে ফেনী যাবার লাষ্ট বাসটা ধরবেন (#Star Line or Ena recommended)। ১১:৪০ pm এ ছাড়ে। ভাড়া নিবে ২৭০ টাকা। ফেনীর মহীপালে আপনাকে ৪:৩০-৫ টায় নামায় দিবে। ওইখানে নেমে নাস্তা করুন (৫০ টাকা)। নাস্তা করে কিছুক্ষন ঘুরে দেখেন আশপাশ। ৬:০০-৬:২০ এর মধ্যে নয়দুরিয়া যাবার লোকাল বাস পেয়ে যাবেন। ভাড়া ৫০ টাকা। ৭:৩০ এ নয়দুরিয়া চলে যাবেন। ওখানে নামলেই নাপিত্তাছড়া র্ঝনা যাবার রাস্তা পাবেন।ওইখান থেকে (৩০-৪০) মিনিট হাঁটলে নাপিত্তাছড়া র্ঝনার ঝিরিপথের মুখে আসবেন। জিরিপথে হাঁটতে হাঁটতে কখন যে আপনি ঝর্নার কাছাকাছি চলে আসবেন নিজেও বুঝবে্ন না। তিন টা ঝর্না দেখে হেসে খেলে সময় নিয়ে ঘুরে নয়দুরিয়া আসতে আপাতত সর্বচ্চো ১ টা বাজবে। ওখান থেকে ৫ টাকায় লেগুনাতে করে মিরসরাই চলে আসেন। মিরসরাই নেমে দুপুরের খাবার খেয়ে নিন (১০০ টাকা)। মিরসারাই থেকে হানিফ, ইউনিক, সোউদিয়া, শ্যামলী সব বাসের টিকেট পাবেন। ভাড়া ৩৫০ টাকা। ২:৫০ টার টিকেট করলে ৭ টার মধ্যে ঢাকায় থাকবেন
খরচ : ২৭০+৫০+৫০+৫+১০০+৩৫০=৮২৫ টাকা।
বি: দ্র: খাওয়ার খরচ আপনার নিজের উপর ডিপেন্ড করে। আর ঝিরিপথে হাঁটার সময় সমস্যা হতে পারে । ট্রেক স্যান্ডেল পরে যাওয়া ভালো
Post Copied by : Anower Hasan