ভোলাগঞ্জ গিয়েছেন কি?

অনেক তো সিলেট ঘুরলেন। ভোলাগঞ্জ গিয়েছেন কি? ভোলাগঞ্জ না গেলে সিলেটের আর গেলেন কই!

বিছানাকান্দি বলেন, লোভাছড়াই বলেন সব কিছুই তার নিজের মত সুন্দর। কিন্তু আমার চোখে সিলেটের সবচে সুন্দর জায়গা ভোলাগঞ্জই। বিছানাকান্দির মত ছোট পাহাড় না, ভোলাগঞ্জ বর্ডারে যে পাহাড়টা দাঁড়িয়ে তার উচ্চতা ছয় হাজার ফুট ছুঁয়েছে। যার চূড়ায় মেঘালয়ের সোহরা শহর।

তবে সমস্যা হচ্ছে এই স্বর্গে যেতে হয় নরকের রাস্তা মাড়িয়ে। সিলেট – কোম্পানীগঞ্জ সড়ক বাংলাদেশের সবচে বাজে সড়ক সন্দেহ নেই। বর্ষায় নৌকা দিয়ে যাওয়া যায় অনেকটায়। এখন সিলেট শহর থেকে যেতে হবে সিএনজিতে। তিন বছর আগে সাড়ে সাতশো থেকে হাজার টাকা নিতো এক পথ রিজার্ভ। এখন আরো বেশি নিবে হয়তো। তাই সবচে ভালো হয় কোন ট্রাক ড্রাইভারকে পটিয়ে তাতে চড়ে বসতে চাইলে। অবশ্য নামার সময় হাড্ডি-গোশত জায়গানত থাকবে কিনা গ্যারান্টি নাই!

post copied from:pu Nazrul‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment