প্যারাসেইলিং

  1. হিমছড়ির কোথায় প্যারাসেইলিং করা যায়? খরচ কত পরবে এবং ঐটার ডিউরেশন কতক্ষণ কেউ জানালে উপকৃত হব 😊
  2. বাংলাদেশের মধ্যে কোন রাইড গুলা করা যায়?? যেমন: প্যারাসেইলিং, স্কুবা ডাইভিং এগুলোর মত
  3. প্যারাসেইলিং করতে খরচ কেমন হবে? আর প্যারাসেইলিং এর কারো নাম্বার থাকলে, দিলে ভালো হয়।

উত্তরঃ সকালে ৯ টার পর থেকে বিকাল পর্যন্ত করা যায়। স্থান: দরিয়ানগর (হিমছড়ির আগে)।না সারাবছর থাকেনা, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বাতাস যখন একটু কম থাকে তখন পাওয়া যায়… বাতাস বেশি থাকলে বন্ধ থাকে।১৫০০-২০০০ দুইটা ক্যাটাগরি আছে। এজেন্সি ও দুইটা, দড়িয়ানগরে একটা, হিমছড়ি তে একটা (ফানফেস্ট)। স্কুবা ডাইভিং করা যায় সেন্টমার্টিনে।

Share:

Leave a Comment