থাইল্যান্ড ট্যুর প্লান

১. ফুকেট এবং ফি ফি আইল্যান্ড এ আউটডোর স্পোর্টস এ খরচ ক্যামন? স্কুবা, স্নোরকেলিং, প্যারাসেইলিং ইত্যাদি।

২. ফুকেট টু ফি ফি অথবা জেমস বন্ড আইল্যান্ড এ ডে লং ট্যুর খরচ ক্যামন? স্পীডবোট ভালো নাকি বড় শিপ বেটার?

৩. ফুকেট এবং ক্রাবিতে ১০০০/১২০০ বাথে কোন হোটেল এর নাম বলা যাবে যেটা বিচ থেকে আধা কিমি এর মধ্যে?

৪. ব্যাংকক টু ফুকেট, ক্রাবি টু ব্যাংকক প্লেনে ভালো হবে নাকি ট্রেন বা বাসে? খরচের পার্থক্য খুব বেশি মনে হয়নি।

সম্পূর্ন এক অদ্ভুত জগতের নাম ফুকেট ফ্যান্টা সি (Phuket Fanta Sea)। এ এমন এক স্বপ্ন জগৎ যেখানে এক কল্পনার জগতে হারিয়ে যাবেন মূহূর্তেই। এখানে এলে দেখতে পাবেন এক লোকগাঁথা কাহিনী যা আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে। সে জন্যই হয়তো এ স্থানটি সেভাবে তৈরি করা হয়েছে। যারা এখানে আসেন তাঁরা একবার হলেও বিস্মিত হয়ে পড়েন। এখানে এলে দেখতে পাবেন থাই কল্পকাহিনী কমলার (যা একটি হাতির নাম) বিখ্যাত লোককাহিনী নিয়ে একটি অনুষ্ঠান যা রাত ৯ঃ০০ টার দিকে শুরু হয়। এছাড়াও এখানে এলে দেখতে পাবেন শ্বেত বাঘের (White Tiger) রাজকীয় চালে হাঁটা, হাতির নানা রকম কসরত ইত্যাদি। তবে এখানে এসে রাজকীয় কায়দায় বুফে ডিনার (Buffet Dinner) করাটা দারুন অভিজ্ঞতার ব্যাপার।

Share:

Leave a Comment