চাঁদপুর বেলগাঁও চা-বাগান

অনেকদিন আগে এই গ্রুপেই কেউ একজন চট্টগ্রাম এ চাবাগান নিয়ে একটা পোষ্ট দিয়েছিল। ওনার পোষ্ট পড়েই আজ গিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহাসিক “চাঁদপুর বেলগাঁও চা-বাগান” এ। অসম্ভব সুন্দর একটা জায়গা। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজের সমারোহ। পাহাড়, লেক,টিলা কি নেই! আর সবচেয়ে বড় কথা চাবাগান টা অসম্ভব বড়। কেউ যদি কোন ছুটির দিনে পরিবারকে নিয়ে একদিন সবুজের মাঝে কাটিয়ে আসতে চান তাহলে এরচেয়ে ভাল জায়গা হয় না। 😊

যাওয়ার উপায়:-
চিটাগাং এর যে কোন স্থান থেকে প্রথম বহদ্দারহাট বাস টার্মিনাল আসতে হবে। সেখান থেকে সিটিং বাসে চাঁদপুর। ভাড়া ৮০ টাকা। ওখান থেকে সিএনজিতে চাবাগান। ভাড়া ১৫০ টাকা রিজার্ভ। একজন গেলেও যেই ভাড়া পাঁচজন গেলেও একই ভাড়া। আর অবশ্যই যেই সিএনজিতে যাবেন সেই সিএনজি রেখে দিবেন নাহলে আমার মত দেড়ঘন্টা হেঁটে বাসস্টপ পর্যন্ত আসতে হবে 😒
#Happy_Journey 😁 

Share:

Leave a Comment