অ্যাম্বার ফোর্ট, জয়পুর

ছবির মত সাজানো শহর জয়পুর যেটা গোলাপী শহর নামে পরিচিত। এইই পিংক সিটির ভেতরে ‘আমবার প্যালেস’। মহাসড়কের দুই পাশে বিশাল উঁচু পাহাড়। পাহাড়গুলো মার্বেল পাথরে ভর্তি। বলা যায়, পাথরের পাহাড়। আর এই পাথরের পাহাড় খোদাই করে তৈরি করা হয় ‘আমবার প্যালেস’। দূর থেকে পাহাড়চূড়ার এই প্যালেস দেখলে মন জুড়িয়ে যায়। পাহাড়চূড়ায় ওঠার জন্য তৈরি করা আছে সিঁড়িযুক্ত আঁকাবাঁকা বহু পাকা সড়ক। পাহাড় খোদাই করেই এই সড়ক তৈরি করা হয়। দেখা গেল, শত শত বিদেশি পর্যটক এই প্যালেস দেখতে পাহাড়ে উঠছেন হাতির পিঠে চড়ে। পর্যটকদের প্যালেস ঘুরে দেখানোর জন্য সেখানে লাল কাপড়ে সাজানো বৃহদাকৃতির হাতি রয়েছে শতাধিক। এ ছাড়া এখানে রয়েছে বিশাল একটি হ্রদ। তার তিন পাড়ে মসজিদ আকৃতির পাঁচ-ছয়টি গম্বুজ। সেখানে হাজার হাজার কবুতর উড়ে বসে।
ঢাকা হতে কলকাতা বাস/ট্রেন/এয়ার
কলকাতা হতে ট্রেন/এয়ারে জয়পুর,রাজস্থান
শহর থেকে খুব কাছেই ফোর্ট, থাকার জন্য ভাল হোটেল জয়পুরে প্রচুর।
আজমির শরীফ জয়পুর হতে মাত্র ১২৫ কিমি।।

Post Copied From:A Al Mamun Rony‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment