একদিনে অনেক কিছু
কায়াকিং: চারপাশে পাহাড় ঘেরা, নিরিবিলি, প্রশান্তিময় এক আবহে কায়াকিং করতে ৬ বন্ধু চলে গিয়েছিলাম মহামায়া লেকে। ভিতরের দিকে একদমই পিন পতন নিরবতা।
কায়াকিং প্রতি ঘন্টা প্রতি কায়াক ৩০০/-, আধা ঘন্টা ২০০/-। প্রতি কায়াকে ২ জন করে বসা যায়। তবে স্টুডেন্ট আইডি সাথে থাকলে ঘন্টা প্রতি ২০০/-।
গুলিয়াখালি সী বিচ: অস্থির এক জায়গা, অনেকটা ম্যানগ্রোভ বনের ফিল পাবেন, সাথে সামনে সমুদ্দুর।
বাশবাড়িয়া সী বিচ: জোয়ারের সময় যাওয়াতে একটু অপেক্ষা করতে হয়েছে ব্রীজটা ভেসে উঠা পর্যন্ত। তবে আমরা কজন অতো অপেক্ষা করতে পারি নাই, কোমর সমান পানি ডিঙ্গিয়ে গিয়ে ব্রীজে উঠে পড়ি।
যাতায়াত: বাশবাড়িয়া সী বিচ বাজারে নেমে সরাসরি সিএনজি পাওয়া যায় বিচ পর্যন্ত।
Post Copied From:Sharker Abir>Travelers of Bangladesh (ToB)
Tags: