ডিবির হাওর

যেভাবে যাবেন – প্রথমে সিলেটে আসতে হবে! সিলেটের বন্দরবাজার শিশু পার্ক থেকে জাফলং গামী লেগুনা/বাস যায়! সেখানে জৈন্তাপুর বাজারে নামবেন বলে উঠতে পারবেন… ভাড়া নিবে লেগুনা ৩৫টাকা, বাস ৪০ টাকা। জৈন্তাপুর বাজারে নেমে টমটম করে বা হেঁটেও ডিবির হাওর যেতে পারবেন.. পার পারসন ৫ টাকা ভাড়া নিবে… চাইলে রিক্সা করেও যেতে পারেন, ৫০-৬০ টাকা নিবে এবং হাওরের সামনে নামিয়ে দিবে, এরপর হাওরে ছোট ছোট নৌকা পাবেন। নৌকার ছোট ছেলেকে ১০০-১৫০ টাকা দিলেই ঘন্টাখানিক পুরো হাওরের শাপলার বিল ঘুরিয়ে দোখাবে 🙂

* যত সকালে যাবেন তত সতেজ শাপলা দেখতে পাবেন.. ৮ টার দিকে গেলে কুয়াশা + শাপলা + পাখি দেখতে পাবেন… ১০-১১ টায় শাপলা মজে যায় আর রোদ উঠে যায়, শাপলা কম পাবেন, মজা পাবেন না…


টোটাল খরচ : বন্দরবাজার থেকে ৩৫ টাকা + ৫ টাকা… আসার সময় জৈন্দাপুরের কোন রেস্টুরেন্টে ডিম পরোটা বা মুগডাল পরোটা চা খেয়ে নিবেন… 😍

Post Copied From:

Share:

Leave a Comment