ময়মনসিংহ

কমলাপুর স্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার কয়টা ট্রেন আছে কোন কোন সময় যায়,,,,??

উত্তরঃ ভোর ৫ টার দিকে কমিউটার
৭:১৫ টায় তিস্তা এক্সপ্রেস

দুপুর ৩ টার দিকে আবার কমিউটার আছে
বিকাল ৫ টার দিকে বহ্মপুত্র এক্সপ্রেস

ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে নেত্রকণা যেতে চাছেন?
বিশেষ করে দূর্গাপুর,হালুয়াঘাট।একটা ট্যুর প্ল্যান দরকার???।নেত্রকণায় আর কি কি একদিনে কাভার করা সম্ভব???

দুর্গাপূর আর হালুয়াঘাট দুইটা দুই দিকে…..
ময়মনসিংহ থেকে হালুয়াঘাট যেতে আপনার ১:৩০-২:০০ ঘন্টা সময় লাগবে…. বাসস্টপ এ নেমে অটো নিয়ে চলে যান গোবরাকুরা এবং করইতলি…. তবে পানিহাতা যেতে চাইলে আপনার মোটরবাইক নিয়ে যাওয়াই ভাল… সে ক্ষেত্রে আপনি উত্তর বাজার থেকে ভাড়া করে নিয়ে যেতে পারেন…
আর দুর্গাপূর যেতে হালুয়াঘাট থেকে বর্ডার রাস্তা দিয়ে ধোবাউরা হয়ে দুর্গাপূর যেতে পারেন…. তবে এই রোডে বাস নেই বললেই চলে। সিএনজি অথবা মোটরবাইক ভাড়া করে নেওয়াই উত্তম।

Share:

Leave a Comment